Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের জুতা এগিয়ে দিলেন আলিয়া নিজেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মুম্বাইয়ের অলি-গলিতে যেখানেই হোক, পাপারাজ্জিদের ক্যামেরা রক্ষা পান না বলিউড তারকারা। পাপারাজ্জিদের ক্যামেরায় সানন্দে-ই পোজ দেন তারা। আবার অনেক সময় পাপারাজ্জিদের উপর বিরক্তিও প্রকাশ করেন কোনো কোনো তারকা। তবে এ ক্ষেত্রে একদমই ব্যতিক্রম অভিনেত্রী আলিয়া ভাট।

পাপারাজ্জিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না তাকে। এমনকি রণবীর কাপুরও তাই। যে অবস্থাতেই থাকুক না কেন, এই জুটি পাপারাজ্জিদের সামনে হাসি মুখেই পোজ দেন। তবে এবার আলিয়া যা করলেন, তা দেখে হতবাক এবং মুগ্ধ সবাই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির স্যান্ডেল খুলে যায়। আর ছবি তোলার তাড়াহুড়োয় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার।

তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।
আলিয়ার এমন কাজে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তিনি সত্যিকার নম্র ও ভদ্র মানুষ। অন্য অভিনেত্রীদের মতো ফেক নন।’

আরেকজন লিখেছেন, ‘আপনি এত বিনয়ী বলেই আপনাকে এত ভালো লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘ভীষণ মিষ্টি।’ তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। এক ব্যক্তি লিখেছেন, ‘এ মাসে সিনেমা মুক্তি পাবে। তা না হলে এ কাজ করতেন না আলিয়া।’

আলিয়ার এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করে সেলিব্রেটি পাপারাজ্জি মানব মঙ্গলানি লেখেন, এটি আলিয়ার সুন্দর হৃদয়গ্রাহী একটি দৃশ্য। তিনি পাপারাজ্জির স্লিপার তুলে দিচ্ছেন, আমরা যখন আলিয়ার মা ও বোনের সঙ্গে তার ছবি তুলছিলাম।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে রণবীর কাপুরের। যেখানে দেখা বিমানবন্দরে ছবি পাপারাজ্জিদের খপ্পরে পড়েছেন তিনি। দু’একটা ছবি উঠতেই পাপারাজ্জিদের আদর করে ধমক দেন রণবীর। কাছে গিয়ে অনুরোধ করলেন, প্লিজ ছবি তুলবেন না। এরকম অনুরোধের কারণও জানিয়েছেন রণবীর।

পাপারাৎজিদের তিনি বলেন, মা জানে না আমি তার বার্থডে সেলিব্রেট করতে ইটালি যাচ্ছি। সারপ্রাইজ দেয়ার জন্য। প্লিজ ছবি তুলে কাউকে শেয়ার করবেন না।

আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ দিন পর এ সিনেমা পরিচালনা করেছেন বলিউড নির্মাতা করন জোহর। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং।

সিনেমাটির গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।

সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

সাংবাদিকের জুতা এগিয়ে দিলেন আলিয়া নিজেই

প্রকাশের সময় : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

মুম্বাইয়ের অলি-গলিতে যেখানেই হোক, পাপারাজ্জিদের ক্যামেরা রক্ষা পান না বলিউড তারকারা। পাপারাজ্জিদের ক্যামেরায় সানন্দে-ই পোজ দেন তারা। আবার অনেক সময় পাপারাজ্জিদের উপর বিরক্তিও প্রকাশ করেন কোনো কোনো তারকা। তবে এ ক্ষেত্রে একদমই ব্যতিক্রম অভিনেত্রী আলিয়া ভাট।

পাপারাজ্জিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না তাকে। এমনকি রণবীর কাপুরও তাই। যে অবস্থাতেই থাকুক না কেন, এই জুটি পাপারাজ্জিদের সামনে হাসি মুখেই পোজ দেন। তবে এবার আলিয়া যা করলেন, তা দেখে হতবাক এবং মুগ্ধ সবাই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির স্যান্ডেল খুলে যায়। আর ছবি তোলার তাড়াহুড়োয় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার।

তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।
আলিয়ার এমন কাজে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তিনি সত্যিকার নম্র ও ভদ্র মানুষ। অন্য অভিনেত্রীদের মতো ফেক নন।’

আরেকজন লিখেছেন, ‘আপনি এত বিনয়ী বলেই আপনাকে এত ভালো লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘ভীষণ মিষ্টি।’ তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। এক ব্যক্তি লিখেছেন, ‘এ মাসে সিনেমা মুক্তি পাবে। তা না হলে এ কাজ করতেন না আলিয়া।’

আলিয়ার এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করে সেলিব্রেটি পাপারাজ্জি মানব মঙ্গলানি লেখেন, এটি আলিয়ার সুন্দর হৃদয়গ্রাহী একটি দৃশ্য। তিনি পাপারাজ্জির স্লিপার তুলে দিচ্ছেন, আমরা যখন আলিয়ার মা ও বোনের সঙ্গে তার ছবি তুলছিলাম।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে রণবীর কাপুরের। যেখানে দেখা বিমানবন্দরে ছবি পাপারাজ্জিদের খপ্পরে পড়েছেন তিনি। দু’একটা ছবি উঠতেই পাপারাজ্জিদের আদর করে ধমক দেন রণবীর। কাছে গিয়ে অনুরোধ করলেন, প্লিজ ছবি তুলবেন না। এরকম অনুরোধের কারণও জানিয়েছেন রণবীর।

পাপারাৎজিদের তিনি বলেন, মা জানে না আমি তার বার্থডে সেলিব্রেট করতে ইটালি যাচ্ছি। সারপ্রাইজ দেয়ার জন্য। প্লিজ ছবি তুলে কাউকে শেয়ার করবেন না।

আলিয়া ভাটের পরবর্তী সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ দিন পর এ সিনেমা পরিচালনা করেছেন বলিউড নির্মাতা করন জোহর। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং।

সিনেমাটির গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।

সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।