নিজস্ব প্রতিবেদক :
সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে কালিকা বাড়ি গ্রামের জুলহাস মিয়ার বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। গ্রামের প্রধান এই রাস্তাটি কাঁচা মাটির হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে গ্রামের মানুষকে বছরের পর বছর পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বৃষ্টির পানি জমে থাকার কারণে একাধিক স্থানে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে পুরো রাস্তাটি। এ ছাড়াও রাস্তার দুপাশের মাটি সরে গিয়ে ভেঙে গেছে অনেক জায়গায়।
গ্রামপ্রধান লাল মিয়া বলেন, বর্ষার সময় আসলে এই রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয় যে আমাদের গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে চার-পাঁচজন মিলে অসুস্থ রোগীকে ধরে এক কিলোমিটারের এই মাটির কাঁচা রাস্তা পার হয়ে তারপর পাকা সড়কে গিয়ে সেখান থেকে গাড়িতে করে দরগ্রাম স্বাস্থ্য কেন্দ্র বা সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়।
দরগ্রাম ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা সাটুরিয়া উপজেলা প্রকৌশলী অফিসে রাস্তা পাকা করার বিষয়ে আবেদন করেছি অনেকবার। কিন্তু এখন পর্যন্ত উপজেলা প্রকৌশলী অফিস থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী নাজমুল করিম বলেন, কাঁচা রাস্তাটির একটু সামনে রয়েছে ধলেশ্বরী নামের একটি নদী। নদীর পাড় ঘেঁষে রাস্তাটি যাওয়ার ফলে নদী ভাঙনের কারণে রাস্তাটি ভেঙে গিয়েছিল যার কারণে পুরো রাস্তার প্রকল্প থেকে ওই এক কিলোমিটার রাস্তার কাজ বাদ দেওয়া হয়েছিল।