Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাকরির পরীক্ষা দিতে এসে হানিফ ফ্লাইওভারে স্বামী-স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক : 

চাকরির পরীক্ষা দিতে এসে রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মতিউর রহমান (৩৫) ও তার স্ত্রী জাকিয়া খাতুন (২৮)।

আহত জাকিয়া জানান, তারা থাকেন গাজীপুরের কালীগঞ্জে। তার স্বামী একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। আর তিনি বেকার। তবে জাকিয়া এলজিইডিতে একটি নিয়োগ পরীক্ষার জন্য সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন। ডেমরার রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে সকাল ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কিছুই মনে নেই তার।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের উপরে যাত্রাবাড়ী থানার পাশে কোন অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আর আহতদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

তবে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খাদিজা বেগম নামে এক পথচারী জানান, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পান মতিউর আর তার স্ত্রী জাকিয়া কোমড়ে আঘাত পান। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাকরির পরীক্ষা দিতে এসে হানিফ ফ্লাইওভারে স্বামী-স্ত্রী আহত

প্রকাশের সময় : ০২:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

চাকরির পরীক্ষা দিতে এসে রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মতিউর রহমান (৩৫) ও তার স্ত্রী জাকিয়া খাতুন (২৮)।

আহত জাকিয়া জানান, তারা থাকেন গাজীপুরের কালীগঞ্জে। তার স্বামী একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। আর তিনি বেকার। তবে জাকিয়া এলজিইডিতে একটি নিয়োগ পরীক্ষার জন্য সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন। ডেমরার রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে সকাল ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কিছুই মনে নেই তার।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের উপরে যাত্রাবাড়ী থানার পাশে কোন অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আর আহতদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

তবে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খাদিজা বেগম নামে এক পথচারী জানান, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পান মতিউর আর তার স্ত্রী জাকিয়া কোমড়ে আঘাত পান। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন।