সাভার উপজেলা প্রতিনিধি :
সাভারে পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়ে করার ক্ষোভে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে প্রথম স্ত্রী সুফিয়া বেগমকে আটক করেছে পুলিশ। নাজমুল হোসেন নামের ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তি (৪০) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি পেশায় পোশাকশ্রমিক। অভিযুক্ত স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী নাজমুল হোসেনের আগের স্ত্রী থাকলেও বিউটি নামের এক পোশাকশ্রমিককে দ্বিতীয় বিয়ে করেন। যা নিয়ে প্রথম স্ত্রী সুফিয়া বেগমের সঙ্গে মনোমালিন্য চলছিল। সেই বিরোধের জেরে রোববার দিবাগত রাতে ঘুমের মধ্যে ধারালো ব্লেড দিয়ে নাজমুলের গোপনাঙ্গ কেটে দেন সুফিয়া।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী তাকে মোবাইলে ফোন করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে বলেন। এত রাতে অ্যাম্বুলেন্স ডাকার বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ নজরুলকে জানান, ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন। পরে একটি ভ্যানের ব্যবস্থা করে দিলে আহত স্বামীকে নিয়ে হাসপাতালে রওনা দেন অভিযুক্ত স্ত্রী।
ভুক্তভোগীর বড় ভাই সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে গ্রাম থেকে সাভারে হাসপাতালে ছুটে এসেছি। যতদূর জেনেছি পারিবারিক দ্বন্দ্ব থেকে স্ত্রী সুফিয়া তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি পাশের এলাকায় দ্বিতীয় বিয়ে করেন ভুক্তভোগী ব্যক্তি। দুদিন আগে বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয়দের ধারণা, স্বামী দ্বিতীয় বিয়ে করার ক্ষোভ থেকেই এ কাণ্ড ঘটিয়েছেন প্রথম স্ত্রী।
প্রতিবেশী নজরুল ইসলাম কাজী বলেন, সুফিয়া বেগম স্বামীর গোপনাঙ্গ কেটে রাতেই আমাকে ফোন করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে নাজমুল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাই।
সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ম্যানেজার ইউসুফ বলেন, রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।