Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুর আগে প্রেমিকার জন্য রেখে গেলেন ১০ কোটি ইউরো

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তার বান্ধবীর জন্য রেখে গেছেন ১০ কোটি ইউরো। বাংলাদেশি টাকায় যা ১ হাজার ১৮২ কোটি টাকা।

বারলুসকোনির এই বান্ধবীর নাম মার্থ ফাসসিনা। বয়স ৩৩ বছর। ফাসসিনা বারলুসকোনির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৪ সালে এই দলটি প্রতিষ্ঠা করেন বেরলুসকোনি। উল্লেখ্য, নানা কারণে আলোচিত, সমালোচিত ছিলেন তিনি। রেখে গেছেন কমপক্ষে ৬০০ কোটি ইউরোর সম্পদ।

২০২০ সালের মার্চে ফাসসিনার সঙ্গে বারলুসকোনির প্রেম শুরু হয়। ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যাওয়ার আগ পর্যন্ত তারা প্রেমিক-প্রেমিকা হিসেবেই ছিলেন। অর্থাৎ তারা বিয়ে করেননি। কিন্তু মৃত্যুশয্যায় ফাসসিনাকে স্ত্রী বলে ঘোষণা দেন বারলুসকোনি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য হন ৩৩ বছর বয়সী মারতা ফ্যাসিনা।

গার্ডিয়ান জানায়, ইতালির তিনবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি ইউরো। মৃত্যুর আগেই সম্পত্তি নিয়ে উইল করে যান এই রাজনীতিবিদ ও ধনকুবের।

উইল অনুযায়ী, ব্যবসায়িক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে তার বড় দুই সন্তানের ওপর। উইলে তরুণী প্রেমিকা মার্থ ফাসসিনাকেও বড় অঙ্কের সম্পত্তি দান করে গেছেন তিনি। ৬০০ কোটি ইউরো থেকে মার্থার জন্য ১০ কোটি ইউরো রেখেছেন বারলুসকোনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ১৮২ কোটি টাকা।

কয়েক দশক ধরে ইতালির রাজনীতিতে আধিপত্য বিস্তার করে গেছেন সিলভিও বারলুসকোনি। তিনি একদিকে যেমন ছিলেন ধনকুবের মিডিয়া মুঘল, তেমনি একজন ব্যবসায়ী ও তিনবাবের প্রধানমন্ত্রী। গত ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যান বারলুসকোনি। তাকে ভর্তি করা হয়েছিল মিলানের এক হাসপাতালে। সেখানে তাকে আগে থেকেই লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারের চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি যে উইল করে গেছেন তা মঙ্গলবার তার ৫ সন্তান ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পড়ে শোনানো হবে। উইলে তিনি বলেছেন, আমার সব শেয়ার আমার সন্তান মেরিনা ও পিয়ের সিলভিওকে সমান ভাগে ভাগ করে দিলাম। বাকি অর্থ আমার ৫ সন্তান মারিনা, পিয়ের সিলভিও, বারবারা, ইলিওনোরা এবং লুইগির মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম।

আয়কর প্রতারণায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে ৬ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হন সিলভিও বেরলুসকোনি। তার আগে তিনি টানা তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেন। কিন্তু তাকে চারদিক থেকে স্ক্যান্ডাল জেঁকে ধরেছিল। তা সত্ত্বেও তিনি ইতালিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। ব্লাড ক্যান্সার ধরা পড়লেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি সরকারের অংশীদার ছিলেন। সূত্র : গার্ডিয়ান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

মৃত্যুর আগে প্রেমিকার জন্য রেখে গেলেন ১০ কোটি ইউরো

প্রকাশের সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তার বান্ধবীর জন্য রেখে গেছেন ১০ কোটি ইউরো। বাংলাদেশি টাকায় যা ১ হাজার ১৮২ কোটি টাকা।

বারলুসকোনির এই বান্ধবীর নাম মার্থ ফাসসিনা। বয়স ৩৩ বছর। ফাসসিনা বারলুসকোনির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৪ সালে এই দলটি প্রতিষ্ঠা করেন বেরলুসকোনি। উল্লেখ্য, নানা কারণে আলোচিত, সমালোচিত ছিলেন তিনি। রেখে গেছেন কমপক্ষে ৬০০ কোটি ইউরোর সম্পদ।

২০২০ সালের মার্চে ফাসসিনার সঙ্গে বারলুসকোনির প্রেম শুরু হয়। ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যাওয়ার আগ পর্যন্ত তারা প্রেমিক-প্রেমিকা হিসেবেই ছিলেন। অর্থাৎ তারা বিয়ে করেননি। কিন্তু মৃত্যুশয্যায় ফাসসিনাকে স্ত্রী বলে ঘোষণা দেন বারলুসকোনি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য হন ৩৩ বছর বয়সী মারতা ফ্যাসিনা।

গার্ডিয়ান জানায়, ইতালির তিনবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি ইউরো। মৃত্যুর আগেই সম্পত্তি নিয়ে উইল করে যান এই রাজনীতিবিদ ও ধনকুবের।

উইল অনুযায়ী, ব্যবসায়িক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থাকবে তার বড় দুই সন্তানের ওপর। উইলে তরুণী প্রেমিকা মার্থ ফাসসিনাকেও বড় অঙ্কের সম্পত্তি দান করে গেছেন তিনি। ৬০০ কোটি ইউরো থেকে মার্থার জন্য ১০ কোটি ইউরো রেখেছেন বারলুসকোনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ১৮২ কোটি টাকা।

কয়েক দশক ধরে ইতালির রাজনীতিতে আধিপত্য বিস্তার করে গেছেন সিলভিও বারলুসকোনি। তিনি একদিকে যেমন ছিলেন ধনকুবের মিডিয়া মুঘল, তেমনি একজন ব্যবসায়ী ও তিনবাবের প্রধানমন্ত্রী। গত ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যান বারলুসকোনি। তাকে ভর্তি করা হয়েছিল মিলানের এক হাসপাতালে। সেখানে তাকে আগে থেকেই লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারের চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি যে উইল করে গেছেন তা মঙ্গলবার তার ৫ সন্তান ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পড়ে শোনানো হবে। উইলে তিনি বলেছেন, আমার সব শেয়ার আমার সন্তান মেরিনা ও পিয়ের সিলভিওকে সমান ভাগে ভাগ করে দিলাম। বাকি অর্থ আমার ৫ সন্তান মারিনা, পিয়ের সিলভিও, বারবারা, ইলিওনোরা এবং লুইগির মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম।

আয়কর প্রতারণায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে ৬ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হন সিলভিও বেরলুসকোনি। তার আগে তিনি টানা তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেন। কিন্তু তাকে চারদিক থেকে স্ক্যান্ডাল জেঁকে ধরেছিল। তা সত্ত্বেও তিনি ইতালিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। ব্লাড ক্যান্সার ধরা পড়লেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি সরকারের অংশীদার ছিলেন। সূত্র : গার্ডিয়ান।