বিনোদন ডেস্ক :
ঈদের সিনেমা নিয়ে নোংরা পলিটিক্স হচ্ছে বলে মন্তব্য করেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফি। এসবের জন্য তিনি আঙুল তুলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও তার ভক্তদের দিকে।
রায়হান রাফী বলেন, শাকিব ভাই এত বড় একজন স্টার এতে কোন সন্দেহ নেই, ওনার ‘প্রিয়তমা’ ছবিটি ভালো চলছে। আপনারা প্রিয়তমা নিয়ে লাফালাফি করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ একজন আমার ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে কেনো? শুধু তাই নয়, মা-বাবা তুলেও তারা গালাগালি করছে। এ অধিকার তো কারো নেই। যেসব আইডি থেকে গালি দেওয়া হয় অধিকাংশই ভুয়া আইডি। এটার দায় কিন্তু স্টারকেই নিতে হবে। আজকে যদি আমার কোন ভক্ত আপনাকে গালি দেয় আপনি কিন্তু আমাকে বলবেন।
শনিবার (৮ জুলাই) রাজধানীর মিরপুর সনি সিনেমা হলে ‘সুড়ঙ্গ’ সিনেমার বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়। সেখানে সিনেমা নিয়ে কথা বলার সময় শাকিব ভক্তদের বিরুদ্ধে অভিযোগ তোলেন নির্মাতা রাফি।
রাফী বলেন, এগুলো প্ল্যান করে করা। আমাদের কাছে তথ্য আছে ১০০ থেকে ২০০ জন মানুষ এটা করছে। যাদের একজনের ৪-৫টি করে ভুয়া আইডি। তারাই এসব নোংরামি করছে।
নির্মাতা আরও বলেন, আমি এগুলো বুঝি। কারণ, আমি মাদ্রাসায় পড়াশুনা করেছি। হোস্টেলে থেকেছি। এজন্য রাজনীতি জিনিসটা ভালো বুঝি। রাজনীতি না জানলে আমি এখানে আসতে পারতাম না। আর আমি অনেক কথাও বলি না। বললে হয়তো নোংরামি হবে।
শাকিব খানের উদ্দেশ্য করে রাফি বলেন, আপনি তো অনেক বিষয়েই ভিডিও বার্তা দেন। একটি ভিডিও বার্তা দিয়ে আপনি আপনার ভক্তদের বলেন- তোমরা অন্যের পোস্টে গিয়ে নোংরামি করো না।
উল্লেখ্য, ঈদে একসঙ্গে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চরকি ও আলফা আই-এর যৌথ প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর। তিনি বাদেও আরও অভিনয় করছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারী প্রমুখ।