Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে ফরচুন বরিশালে খেলবেন তামিম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) সামনের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে দেশসেরা ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তামিমের সঙ্গে চুক্তি নিশ্চিত করার পর ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তবে এবার বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবকে হারিয়ে তামিমের দিকে হাত বাড়িয়েছে বরিশাল। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে দেশসেরা ওপেনারের।

আগামী বছরের শুরুতে বিপিএলের আসর মাঠে গড়ানোর কথা। তবে ওই সময় জাতীয় নির্বাচন থাকবে বলে এখনও দিন তারিখ নির্দিষ্ট করা যায়নি।

গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। কিন্তু তার দল খেলতে পারেনি প্লে অফে। দলে থাকলেও নেতৃত্ব দেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান। এখন অবধি এই ফরম্যাটে ২৪৮ ম্যাচ খেলে ১১৯.৭৪ স্ট্রাইক রেট ও ৩২.০৮ গড়ে ৭১৮৮ রান করেন তামিম।

তামিম দুই দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার (৭ জুলাই) সে সিদ্ধান্ত থেকে সরেও আসেন। এই ঘটনার এক দিন পরই বিপিএলে নতুন দলের সঙ্গে চুক্তি করলেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিপিএলে ফরচুন বরিশালে খেলবেন তামিম

প্রকাশের সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) সামনের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে দেশসেরা ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তামিমের সঙ্গে চুক্তি নিশ্চিত করার পর ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তবে এবার বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবকে হারিয়ে তামিমের দিকে হাত বাড়িয়েছে বরিশাল। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে দেশসেরা ওপেনারের।

আগামী বছরের শুরুতে বিপিএলের আসর মাঠে গড়ানোর কথা। তবে ওই সময় জাতীয় নির্বাচন থাকবে বলে এখনও দিন তারিখ নির্দিষ্ট করা যায়নি।

গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। কিন্তু তার দল খেলতে পারেনি প্লে অফে। দলে থাকলেও নেতৃত্ব দেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান। এখন অবধি এই ফরম্যাটে ২৪৮ ম্যাচ খেলে ১১৯.৭৪ স্ট্রাইক রেট ও ৩২.০৮ গড়ে ৭১৮৮ রান করেন তামিম।

তামিম দুই দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার (৭ জুলাই) সে সিদ্ধান্ত থেকে সরেও আসেন। এই ঘটনার এক দিন পরই বিপিএলে নতুন দলের সঙ্গে চুক্তি করলেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।