স্পোর্টস ডেস্ক :
তামিম ইকবালের নতুন ঘোষণা, বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তিনি খেলবেন। অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাঁহাতি ওপেনার। তামিম যে সিদ্ধান্ত পাল্টাবেন, এই বিশ্বাস আগে থেকেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। শুক্রবার (৭ জুলাই) তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের পর এমনটাই জানিয়েছেন পাপন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।
দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। আর রাতে জরুরি সভা শেষে পাপনের আহ্বান, তামিম যেন তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। একই সঙ্গে তিনি জানিয়ে রেখেছিলেন, এখনও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তামিমকেই মানে বিসিবি।
শুক্রবার (৭ জুলাই) দুপুর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তামিম। সংবাদমাধ্যমে তার এই নতুন ঘোষণার পর কথা বলেছেন পাপন। সেখানেই বিসিবি প্রধান জানিয়েছেন, তার বিশ্বাস ছিল, তামিমের সঙ্গে সামনাসামনি বসতে পারলেই সমাধান আসবে।
পাপনের বক্তব্য, আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো।
সঙ্গে যোগ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর (তামিম) সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে, সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।
একদিনের ব্যবধানে তামিমের সিদ্ধান্ত পরিবর্তন। অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরা। বিষয়টি পাপনের কাছে কেমন? বিসিবি সভাপতির উত্তর, অবশ্যই এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে, আমরা খেলবো কীভাবে!
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলেছেন তামিম। বাকি দুই ম্যাচ তিনি খেলবেন না। পাপন বলেছেন, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে পুনর্বাসন করে শিগগিরই ফিরে আসবে।
বৈঠক শেষে সংবাদকর্মীদের একজন পাপনকে প্রশ্ন করেন তামিমের অবসর ভেঙে ফেরাটা আপনাদের জন্য কতটা স্বস্তির? জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘অবশ্যই। এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’
বিসিবিকে কোনো অবসরের চিঠি কি দিয়েছিল তামিম? উত্তরে পাপন জানালেন, ‘আজকে একটা এসেছে।’ এরপর বিসিবি সভাপতি বলেছেন, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।