Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বৃহস্পতিবার সন্ধ্যায়ই এমন একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চাউর হয়ে গিয়েছিল যে, তামিম ইকবালকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে খবর মিথ্যে নয়।

শুক্রবার (০৭ জুলাই) ঠিকই প্রধানমন্ত্রীর অফিস থেকে ডাক পড়ে তামিমের। দুপুরেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাত করতে যান সাবেক অধিনায়ক। তার সঙ্গে আছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তারা গণভবনে যাওয়ার পর পরই সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বর্তমানে সেখানে তামিমের অবসর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিমের জন্য অপেক্ষা করবে বোর্ড।

যদিও তামিমের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির কেউ-ই যোগাযোগ করতে পারছিলেন না। তবে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল।

এদিকে তামিমের এমন অতর্কিত অবসর ঘোষণায় যারপরনাই বিরক্ত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অবশ্য বিরক্ত হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। তামিমের বড় ভাই নাফিস ইকবালের মাধ্যমে একটি বার্তা পাঠান তামিমের কাছে পৌঁছে দিতে। সেই বার্তার উত্তরের অপেক্ষা করছিল বোর্ড।

‘আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই। ওর সংবাদ সম্মেলনের পর। বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করবো কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না।’

এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে তামিম ইকবালের অবসর সংক্রান্ত আনাহুত সমস্যার কার্যকরী ও ফলপ্রসু কোনো সমাধান আসে কিনা।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

প্রকাশের সময় : ০৪:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বৃহস্পতিবার সন্ধ্যায়ই এমন একটা গুঞ্জন উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। চাউর হয়ে গিয়েছিল যে, তামিম ইকবালকে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে খবর মিথ্যে নয়।

শুক্রবার (০৭ জুলাই) ঠিকই প্রধানমন্ত্রীর অফিস থেকে ডাক পড়ে তামিমের। দুপুরেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাত করতে যান সাবেক অধিনায়ক। তার সঙ্গে আছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তারা গণভবনে যাওয়ার পর পরই সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বর্তমানে সেখানে তামিমের অবসর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিমের জন্য অপেক্ষা করবে বোর্ড।

যদিও তামিমের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির কেউ-ই যোগাযোগ করতে পারছিলেন না। তবে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল।

এদিকে তামিমের এমন অতর্কিত অবসর ঘোষণায় যারপরনাই বিরক্ত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অবশ্য বিরক্ত হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। তামিমের বড় ভাই নাফিস ইকবালের মাধ্যমে একটি বার্তা পাঠান তামিমের কাছে পৌঁছে দিতে। সেই বার্তার উত্তরের অপেক্ষা করছিল বোর্ড।

‘আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই। ওর সংবাদ সম্মেলনের পর। বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করবো কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না।’

এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে তামিম ইকবালের অবসর সংক্রান্ত আনাহুত সমস্যার কার্যকরী ও ফলপ্রসু কোনো সমাধান আসে কিনা।