Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনার কবলে কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

বৈরি আবহাওয়ার কবলে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস। পরে ঢেউয়ের তোড়ে জাহাজটি কাত হয়ে তিনটি কনটেইনার পানিতে ভেসে যায়।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যার পর এ তথ্য জানান সন্দ্বীপ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. ইয়াকুব।

তিনি বলেন, ইঞ্জিন বিকল হওয়া জাহাজটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে আংশিক কাত হয়ে যায়। খবর পাওয়ার পর আমরা টিম পাঠিয়েছি। ইতোমধ্যে জাহাজটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাহাজটির এজেন্ট সী গ্লোরির ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন জুয়েল জানান, সকালে চট্টগ্রাম থেকে কন্টেইনারবোঝাই করে ঢাকার পানগাঁও টার্মিনালের উদ্দেশে রওনা দেয় পানগাঁও এক্সপ্রেস। পথে উজান থেকে নেমে আসা পানির স্রোতের কবলে পড়ে জাহাজটি। জাহাজের ওপর দিয়ে পানি অতিক্রম করতে থাকে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চরে গিয়ে আটকে যায়। এ সময় কাত হয়ে যায় জাহাজটি। নাবিকদেরকে স্থানীয় একটি নৌকা উদ্ধার করে। খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় চট্টগ্রাম বন্দরের ১টি টাগ বোটসহ ২টি জাহাজ। উদ্ধার তৎপরতায় যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড।

শিপিং এজেন্ট জানায়, জাহাজটি উদ্ধারের পর বলা যাবে কন্টেইনারগুলোতে পানি ঢুকেছে কি না কিংবা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, পানগাঁও এক্সপ্রেস নামের জাহাজটিতে ৯৬টি কনটেইনার ছিল। জাহাজটি বন্দর ছেড়ে এসে সন্দ্বীপ চ্যানেলে ভাসানচর এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় বৈরি আবহাওয়ার কারণে সাগরে ঢেউ ছিল। এক পর্যায়ে ভারী কনটেইনারের কারণে জাহাজটি কাত হয়ে তিনটি কনটেইনার পানিতে ভেসে যায়। কনটেইনারগুলো উদ্ধারের তৎপরতা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনার কবলে কনটেইনারবাহী জাহাজ

প্রকাশের সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

বৈরি আবহাওয়ার কবলে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস। পরে ঢেউয়ের তোড়ে জাহাজটি কাত হয়ে তিনটি কনটেইনার পানিতে ভেসে যায়।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যার পর এ তথ্য জানান সন্দ্বীপ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. ইয়াকুব।

তিনি বলেন, ইঞ্জিন বিকল হওয়া জাহাজটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে আংশিক কাত হয়ে যায়। খবর পাওয়ার পর আমরা টিম পাঠিয়েছি। ইতোমধ্যে জাহাজটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাহাজটির এজেন্ট সী গ্লোরির ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন জুয়েল জানান, সকালে চট্টগ্রাম থেকে কন্টেইনারবোঝাই করে ঢাকার পানগাঁও টার্মিনালের উদ্দেশে রওনা দেয় পানগাঁও এক্সপ্রেস। পথে উজান থেকে নেমে আসা পানির স্রোতের কবলে পড়ে জাহাজটি। জাহাজের ওপর দিয়ে পানি অতিক্রম করতে থাকে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চরে গিয়ে আটকে যায়। এ সময় কাত হয়ে যায় জাহাজটি। নাবিকদেরকে স্থানীয় একটি নৌকা উদ্ধার করে। খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় চট্টগ্রাম বন্দরের ১টি টাগ বোটসহ ২টি জাহাজ। উদ্ধার তৎপরতায় যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড।

শিপিং এজেন্ট জানায়, জাহাজটি উদ্ধারের পর বলা যাবে কন্টেইনারগুলোতে পানি ঢুকেছে কি না কিংবা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, পানগাঁও এক্সপ্রেস নামের জাহাজটিতে ৯৬টি কনটেইনার ছিল। জাহাজটি বন্দর ছেড়ে এসে সন্দ্বীপ চ্যানেলে ভাসানচর এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় বৈরি আবহাওয়ার কারণে সাগরে ঢেউ ছিল। এক পর্যায়ে ভারী কনটেইনারের কারণে জাহাজটি কাত হয়ে তিনটি কনটেইনার পানিতে ভেসে যায়। কনটেইনারগুলো উদ্ধারের তৎপরতা চলছে।