Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফরমাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তার ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দরে সৌরভকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন সোমেনের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হতে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নিয়ে আলাপ করবেন তারা। পরে বিমসটেকের কার্যালয়ে যাবেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমানে ঢাকায় না থাকায় সেটি হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্র সচিবের (পূর্ব) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার

প্রকাশের সময় : ০২:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফরমাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তার ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দরে সৌরভকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন সোমেনের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হতে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নিয়ে আলাপ করবেন তারা। পরে বিমসটেকের কার্যালয়ে যাবেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমানে ঢাকায় না থাকায় সেটি হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্র সচিবের (পূর্ব) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।