নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাসী বলে মন্তব্য করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হলো নৌকা। দেশের অগ্রযাত্রার এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।
বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর কালাচাঁদপুর, নর্দা ও শাহজাদপুর এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তিনি।
অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, ঢাকা ১৭ আসনের মাটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি, নৌকা মার্কার ঘাঁটি। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আমার সাধ্যমতো এলাকার, মানুষের উন্নয়নে কাজ করবো।
অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ইতোমধ্যে আমার নির্বাচনী আসনের এলাকাভিত্তিক সব সমস্যা চিহ্নিত করেছি। আমি নির্বাচিত হলে ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব। তাই নৌকা মার্কায় ভোট দিন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। গত পরশু আমি ঝটিকা সফরে কালাচাঁদপুর এলাকায় ঘুরে গেছি। তাদের সকল সমস্যা চিহ্নিত করেছি।
নির্বাচনে তিনটি দিক থেকে বিজয়ী হতে চান জানিয়ে তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, জনসংযোগের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চত করা এবং একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, সুভাষ চন্দ্র হাওলাদার, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ ১৮ নং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।