Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে রাজারহাট- নাজিমখাঁন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। নিহত সিরাজুল উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। দুই জনই অটোরিকশায় ছিলেন।

আহত চার জন হলেন- গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এর মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিন জন উলিপুরের। আহতদের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে নাজিমখাঁনগামী একটি পিকআপের সঙ্গে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পাঁচ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সেলিনা বেগম মারা যান।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় পিকআপভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরই পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৪:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজারের কাছে রাজারহাট- নাজিমখাঁন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। নিহত সিরাজুল উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। দুই জনই অটোরিকশায় ছিলেন।

আহত চার জন হলেন- গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (০৯)। এর মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিন জন উলিপুরের। আহতদের মধ্যে অটোচালক কে ছিলেন তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে নাজিমখাঁনগামী একটি পিকআপের সঙ্গে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পাঁচ যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সেলিনা বেগম মারা যান।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় পিকআপভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরই পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।