স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০২২ সালের আসরে ফাইনাল খেললেও গত আসরে দলটি বাদ পড়ে যায় এলিমিনেটর রাউন্ড থেকে। ফলে আগামী আসরের রিটেইন ক্রিকেটারের লিস্টে সাকিবকে রাখেনি বরিশাল। আর সাকিবও নতুন দলে নাম লেখাতে বেশি সময় নেননি।
বিপিএলে দলবদল করে রংপুর রাইডার্সে নাম লেখালেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য। রংপুরের হয়ে এর আগেও খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।
তবে এবারই প্রথম না, এর আগেও রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব। ফের বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন দেশসেরা এই ক্রিকেটার। দুই বছরের চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর। এক্ষেত্রে আগামী ২০২৪ ও ২০২৫ আসরে রংপুরের জার্সিতে তাকে দেখা যেতে পারে। রংপুর রাইডার্সের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।
সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়দের একজন। ব্যাটিং কিংবা বোলিং, সব জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করে রেখেছেন তিনি। বিপিএলে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব পাঁচটি ফ্রাঞ্চ্যাইজির হয়ে ১০০ ম্যাচ খেলেছেন। ৯৭ ইনিংসে ২৭ দশমিক ৪৬ গড় ও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে করেছেন দুই হাজার ১৪২ রান।
অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব। ১০০ ইনিংসে ৬ দশমিক ৫২ ইকোনোমিতে বাঁ-হাতি এই স্পিনারের শিকার ১৩২ উইকেট। এ ছাড়া একবার ৫ উইকেট ও চারবার ৪ উইকেট করে নিয়েছেন দেশসেরা এই ক্রীড়াবিদ। এমন পরিসংখ্যান দেখেও সাকিবকে ছেড়ে দিয়েছে বরিশাল। মূলত দলের প্রতি সাকিবের নিবেদন নিয়ে অসন্তুষ্ট ছিল বরিশাল।
এদিকে বিপিএলের দশম আসরে নতুন একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। রাজশাহী থেকে একটি দল আসতে পারে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক।