বিনোদন ডেস্ক :
বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। খ্রিষ্টান রীতি মেনে জার্মানিতে একটি গীর্জায় বিয়ে করেন উত্তরন ও নজর খ্যাত বাঙালি অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
রোববার (২ জুলাই) জার্মানির একটি গীর্জায় খ্রিষ্টান রীতি অনুযায়ী বিয়ে করেন অভিনেত্রী।
এদিন সৃজিতার পরনে ছিল সাদা রঙের গাউন। অন্যদিকে কালো স্যুট পরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক। তাদের বিয়ের ছবি ঠিক যেন রূপকথার মতো!
মাইকেল বহম পেপের সঙ্গে বিগত তিন বছর সম্পর্কে রয়েছেন সৃজিতা। জার্মানির বাসিন্দা হলেও কাজের তাগিদে বর্তমানে ভারতে থাকেন তিনি।
২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। গতবছর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রপোজ করেছিলেন মাইকেল বহম পেপ।
এ বিয়ের রিসেপশন পার্টি হতে চলেছে আগামী ১৭ জুলাই। তবে সৃজিতা জানিয়েছেন, আরও একবার বিয়ে ভারতে তিনি করবেন। পাত্র মাইকেলের সঙ্গেই ভারতীয় রীতি মেনে সে বিয়ের অনুষ্ঠান হবে নভেম্বর মাসে।
পশ্চিমবঙ্গের হলদিয়ার মেয়ে সৃজিতার হিন্দি টেলিভিশনে বেশ জনপ্রিয়। ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে গার্গী তুষার বাজাজের চরিত্রে অভিনয় করে নজরে আসেন তিনি। তারপর ‘কারাম আপনা আপনা’, ‘তশন’, ‘অনু কি হো গ্যায়ি ওয়াহ ভাই ওয়াহ’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘উত্তরণ’, ‘নজর’-এর মতো ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা।
বিগ বসের ১৬তম আসরের প্রতিযোগী ছিলেন সৃজিতা। শোয়ের ১৩তম দিনে তিনি বাদ হয়ে যান। কিন্তু পরে আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রিয়্যালিটি শোয়ে আসেন। এরপর আর সেভাবে সিরিয়ালের জগতে তাকে দেখা যায়নি। গতকাল রোববার বিয়ের ছবি আপলোড করেন বাঙালি অভিনেত্রী।
বহুদিন ধরেই মাইকেলের সঙ্গে রয়েছেন সৃজিতা। দুজনে একসঙ্গে নানা ভিডিও পোস্ট করেন। বিগ বসের ঘরেও সৃজিতার সঙ্গে দেখা করেছিলেন মাইকেল। প্রেমিককে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী।