Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অপুর সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঈদ মানেই সিনেমা হলে শাকিব খানের রাজত্ব। এবারও ঢাকাই সিনেমার এই সুপারস্টারের নতুন সিনেমা মুক্তি পেয়েছে। তবে নিজের সিনেমার প্রচারণা নয়, বরং ঈদে মুক্তি পাওয়া সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’র প্রচারণা করলেন তিনি। শাকিব তার ফেসবুক পেজে সিনেমাটির সাফল্য কামনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে তিনি ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন। যেটি অপু বিশ্বাস অভিনীত, প্রযোজিত সিনেমা। ‘অপু-জয় চলচ্চিত্র’ নামে প্রতিষ্ঠান চালু করেছেন নায়িকা।

ছবিটির জন্য শুভবার্তা দিয়ে শাকিব বলেন, এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এর মধ্যে মালিপ্লেক্সসহ দেশের ১০৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। অন্যদিকে মাল্টিপ্লেক্সসহ ৬৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাকি ৪টি সিনেমা।

এ চারটি সিনেমার মধ্যে রয়েছে- রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।

এর মধ্যে অপুর ‘লাল শাড়ি’ সরকারি অনুদানের সিনেমা। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইমন সাহা।

অপরদিকে, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এছাড়া চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি এ ঈদেই মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলি ও অভিনেতা মাহফুজ আহমেদ। এ সিনেমাটি নিয়েও ফেসবুকে মন্তব্য করেছেন শাকিব।

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে খবরটি গোপন রাখেন দুজনেই। ২০১৬ সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে এসে সমস্ত ঘটনা সামনে আনেন নায়িকা। তার কিছু দিন পরই শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

অপুর সিনেমা দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

প্রকাশের সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

ঈদ মানেই সিনেমা হলে শাকিব খানের রাজত্ব। এবারও ঢাকাই সিনেমার এই সুপারস্টারের নতুন সিনেমা মুক্তি পেয়েছে। তবে নিজের সিনেমার প্রচারণা নয়, বরং ঈদে মুক্তি পাওয়া সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’র প্রচারণা করলেন তিনি। শাকিব তার ফেসবুক পেজে সিনেমাটির সাফল্য কামনা করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে তিনি ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন। যেটি অপু বিশ্বাস অভিনীত, প্রযোজিত সিনেমা। ‘অপু-জয় চলচ্চিত্র’ নামে প্রতিষ্ঠান চালু করেছেন নায়িকা।

ছবিটির জন্য শুভবার্তা দিয়ে শাকিব বলেন, এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। এর মধ্যে মালিপ্লেক্সসহ দেশের ১০৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। অন্যদিকে মাল্টিপ্লেক্সসহ ৬৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বাকি ৪টি সিনেমা।

এ চারটি সিনেমার মধ্যে রয়েছে- রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’।

এর মধ্যে অপুর ‘লাল শাড়ি’ সরকারি অনুদানের সিনেমা। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইমন সাহা।

অপরদিকে, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এছাড়া চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি এ ঈদেই মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলি ও অভিনেতা মাহফুজ আহমেদ। এ সিনেমাটি নিয়েও ফেসবুকে মন্তব্য করেছেন শাকিব।

উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে খবরটি গোপন রাখেন দুজনেই। ২০১৬ সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে এসে সমস্ত ঘটনা সামনে আনেন নায়িকা। তার কিছু দিন পরই শাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।