Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দুই মেয়রের কোলাকুলি

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন। দুই মেয়র কুশল বিনিময় করেন। পরে মেয়র আরিফুল হক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গেও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশের মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করছে।

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এখানে নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

সিলেটের এই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মুসল্লি অংশ নেন।

এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

সিলেটে দুই মেয়রের কোলাকুলি

প্রকাশের সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন। দুই মেয়র কুশল বিনিময় করেন। পরে মেয়র আরিফুল হক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গেও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার (২৯ জুন) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটসহ সারাদেশের মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করছে।

সিলেটে ঈদের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এখানে নামাজের আগে বয়ান পেশ করেন ও নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

সিলেটের এই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মুসল্লি অংশ নেন।

এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।