Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিনেও আনন্দ নেই: ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারায় পবিত্র ঈদুল আজহায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এজন্য সামগ্রিকভাবে ঈদে আনন্দের বার্তা নিয়ে আসেনি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও জেলাস্কুল বড়মাঠে ঈদের নামাজ আদায় শেষে জেলা শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আজ বিদেশিদের রিপোর্ট বলছে বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই। জবাবদিহিতা নেই। দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়েই তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবেন। তিনি দেশে না থেকেও আন্দোলন নির্দেশনা দিচ্ছেন সেই আন্দোলন চলছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। যদি জাতীয় পার্টি মনে করে এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না তাহলে তাদের সাধুবাদ জানাব।

তিনি বলেন, কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসগুলোর দাম অনেক কম ছিল সেগুলোর দাম এখন আকাশচুম্বি। যেমন আদার দাম এক লাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়ে গেছে। এ ছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ জন্য নিম্ন ও মধ্যম আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এবার যে আন্দোলন হচ্ছে সেটি যুগপৎ আন্দোলন। সকল দল তাদের নিজেদের জায়গা থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। জাতীয় পার্টি অতীতে যা করেছে, তা যদি তারা বুঝতে পারে, তারা যদি ফিরে আসে, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো।

বিএনপির মহাসচিব বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ। অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য কোনও আনন্দের বার্তা নিয়ে আসেনি। এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। যে কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, সরকারের স্বচ্ছতার অভাব ও জবাবদিহির অভাবের কারণেই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে। যে কারণেই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে।

তাই দেশের সমগ্র মানুষের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই দুরবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই আন্দোলন সংগ্রামের যোগ জনগণ দেবেন এবং সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদের দিনেও আনন্দ নেই: ফখরুল

প্রকাশের সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারায় পবিত্র ঈদুল আজহায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এজন্য সামগ্রিকভাবে ঈদে আনন্দের বার্তা নিয়ে আসেনি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও জেলাস্কুল বড়মাঠে ঈদের নামাজ আদায় শেষে জেলা শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আজ বিদেশিদের রিপোর্ট বলছে বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই। জবাবদিহিতা নেই। দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়েই তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবেন। তিনি দেশে না থেকেও আন্দোলন নির্দেশনা দিচ্ছেন সেই আন্দোলন চলছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। যদি জাতীয় পার্টি মনে করে এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না তাহলে তাদের সাধুবাদ জানাব।

তিনি বলেন, কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসগুলোর দাম অনেক কম ছিল সেগুলোর দাম এখন আকাশচুম্বি। যেমন আদার দাম এক লাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়ে গেছে। এ ছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ জন্য নিম্ন ও মধ্যম আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এবার যে আন্দোলন হচ্ছে সেটি যুগপৎ আন্দোলন। সকল দল তাদের নিজেদের জায়গা থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। জাতীয় পার্টি অতীতে যা করেছে, তা যদি তারা বুঝতে পারে, তারা যদি ফিরে আসে, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো।

বিএনপির মহাসচিব বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ। অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য কোনও আনন্দের বার্তা নিয়ে আসেনি। এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। যে কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।

মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, সরকারের স্বচ্ছতার অভাব ও জবাবদিহির অভাবের কারণেই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে। যে কারণেই দেশের অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে।

তাই দেশের সমগ্র মানুষের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই দুরবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই আন্দোলন সংগ্রামের যোগ জনগণ দেবেন এবং সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।