Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছে না মিমের ‘অন্তর্জাল’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সঙ্গে মনটাও খারাপ মিমের। এদিকে অসুস্থ থাকার কারণে কোরবানিও দিচ্ছেন না তিনি। এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল মিম অভিনীত ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তির খবর আগেই জানানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালক ছবিটি ঈদে মুক্তি না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কিছু কাজ বাকি থাকায় আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’।

May be an image of 1 person

‘অন্তর্জাল’ মুক্তি না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ২১ জুন রাতে ‘অন্তর্জাল’ টিম থেকে মেসেজ পেয়েছি যে ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমার একটি গানের শুটিং এখনও বাকি আছে। যার শুটিং হবে ঈদের আগে অথবা ঈদের পরপরই। আর, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে বলেও জানান মিম।

অভিনেত্রী বলেন, ছবিটি নিয়ে আমরা সবাই খুব পরিশ্রম করেছি। টিজার, গান প্রকাশের পর তার ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি। এরপর মুক্তির খবরে অনেক ভালো লাগা কাজ করছিল। একই ঈদে দুই মাধ্যমে আমার কাজ থাকবে, এটা ভেবেই বেশি খুশি খুশি লাগছিল। তাই প্রচারণাও করেছি। শেষ মুহূর্তে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসায় কিছুটা মন খারাপ লেগেছে। তবে এটা ভাবতে চাই, যা কিছুই হয় ভালোর জন্যই হয়। হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে।

May be an image of 1 person

মিম বলেন, এই লুকে দর্শকরা আমাকে কতটা গ্রহণ করবেন, সেটা মুক্তির পর বুঝতে পারব। আমি আমার জায়গা থেকে কাজটা মন দিয়ে করে গেছি। দর্শক দেখার পর রিভিউ দেবেন। তাই মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদে মুক্তি না পাওয়ায় অপেক্ষাটা আরো বাড়ল আর কি।

গত কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত ‘পরাণ’। এই ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। সে হিসেবে কেউ কেউ বলছিলেন, কোরবানির ঈদ তার জন্য লাকি। অনেকে ভেবেছিলেন, গত কোরবানির ঈদের মতো এই ঈদেও বাজিমাত করতে পারেন মিম। কিন্তু সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ায় মন খারাপ হয়েছে এই নায়িকার। সেই সঙ্গে কয়েকদিন ধরে জ্বরেও ভোগাচ্ছে। যার কারণে শরীর, মন কোনোটাই ভালো নেই মিমের।

May be an image of 1 person

প্রসঙ্গত, দীপংকর দীপনের পরিচালনায় ২ বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। তিন টেক ফ্রিক তরুণের উদ্ভাবন আর সাইবার অ্যাটাক নিয়ে কল্পিত এক দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এ অন্তর্জালে। ‘অন্তর্জাল’ এর কাহিনী লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন নিজেই।

May be an image of 1 person

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসানসহ আরও অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

মুক্তি পাচ্ছে না মিমের ‘অন্তর্জাল’

প্রকাশের সময় : ১০:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সঙ্গে মনটাও খারাপ মিমের। এদিকে অসুস্থ থাকার কারণে কোরবানিও দিচ্ছেন না তিনি। এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল মিম অভিনীত ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত ছবিটি মুক্তির খবর আগেই জানানো হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালক ছবিটি ঈদে মুক্তি না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কিছু কাজ বাকি থাকায় আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’।

May be an image of 1 person

‘অন্তর্জাল’ মুক্তি না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ২১ জুন রাতে ‘অন্তর্জাল’ টিম থেকে মেসেজ পেয়েছি যে ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমার একটি গানের শুটিং এখনও বাকি আছে। যার শুটিং হবে ঈদের আগে অথবা ঈদের পরপরই। আর, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে বলেও জানান মিম।

অভিনেত্রী বলেন, ছবিটি নিয়ে আমরা সবাই খুব পরিশ্রম করেছি। টিজার, গান প্রকাশের পর তার ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছি। এরপর মুক্তির খবরে অনেক ভালো লাগা কাজ করছিল। একই ঈদে দুই মাধ্যমে আমার কাজ থাকবে, এটা ভেবেই বেশি খুশি খুশি লাগছিল। তাই প্রচারণাও করেছি। শেষ মুহূর্তে ছবিটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসায় কিছুটা মন খারাপ লেগেছে। তবে এটা ভাবতে চাই, যা কিছুই হয় ভালোর জন্যই হয়। হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে।

May be an image of 1 person

মিম বলেন, এই লুকে দর্শকরা আমাকে কতটা গ্রহণ করবেন, সেটা মুক্তির পর বুঝতে পারব। আমি আমার জায়গা থেকে কাজটা মন দিয়ে করে গেছি। দর্শক দেখার পর রিভিউ দেবেন। তাই মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঈদে মুক্তি না পাওয়ায় অপেক্ষাটা আরো বাড়ল আর কি।

গত কোরবানির ঈদে মুক্তি পায় মিম অভিনীত ‘পরাণ’। এই ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। সে হিসেবে কেউ কেউ বলছিলেন, কোরবানির ঈদ তার জন্য লাকি। অনেকে ভেবেছিলেন, গত কোরবানির ঈদের মতো এই ঈদেও বাজিমাত করতে পারেন মিম। কিন্তু সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ায় মন খারাপ হয়েছে এই নায়িকার। সেই সঙ্গে কয়েকদিন ধরে জ্বরেও ভোগাচ্ছে। যার কারণে শরীর, মন কোনোটাই ভালো নেই মিমের।

May be an image of 1 person

প্রসঙ্গত, দীপংকর দীপনের পরিচালনায় ২ বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। তিন টেক ফ্রিক তরুণের উদ্ভাবন আর সাইবার অ্যাটাক নিয়ে কল্পিত এক দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এ অন্তর্জালে। ‘অন্তর্জাল’ এর কাহিনী লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন নিজেই।

May be an image of 1 person

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসানসহ আরও অনেকে।