বিনোদন ডেস্ক :
‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই।’ অভিনেতা মাহফুজের ফোন পেয়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার অনুভূতি ব্যক্ত করে এমন কথা তার ফেসবুক পেজে লেখেন।
বুধবার (২৮ জুন) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ লেখাটি শাকিব পোস্ট করেন। সঙ্গে অভিনেতা মাহফুজের একটি ছবিও জুড়ে দেন।
এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে মাহফুজ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এই ঈদে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী। বলা যায়, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবে তেমন আভাস পাওয়া গেল না।
এই ছবির মাধ্যমে আট বছর পর অভিনয়ে ফিরলেন মাহফুজ। তার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। সামাজিক মাধ্যমে মিলেছে সেটার প্রমাণও।
মাহফুজের ফোন পেয়ে নায়ক শাকিব খান লেখেন, তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।
এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহফুজ। তিনি বলেছিলেন, শাকিব খান শুধু নায়ক না, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।
দুই তারকার একে অন্যেকে নিয়ে এমন মন্তব্য ও পাশে থাকা ভক্তদের ভালোবাসা কুড়িয়েছে। সকলেই তাদের এই মনোভাবের প্রশংসা করেছে।
এছাড়াও এবারের ঈদে মুক্তির অপেক্ষায় আছে ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনি’ সিনেমাটি। দেখা যাক, কোনটি দর্শক টানবে বেশি। তবে আসন্ন ঈদে এর বাইরে এবার জিম্মি, কাগজের বউ, অন্তর্জাল, রিভেঞ্জ মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিনেমাগুলো মুক্তি থেকে সরে এসেছে।