Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয় : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মহাসচিবের অভ্যাস উদ্ভট উদ্ভট কথা বলা। বিএনপি ও তাদের হোতারা নির্বাচন নিয়ে তামাশা করে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয়।

মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে। নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির যারা হোতা তারা তামাশা করেছে অতীতে। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে।’

এসময় তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয় : আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি মহাসচিবের অভ্যাস উদ্ভট উদ্ভট কথা বলা। বিএনপি ও তাদের হোতারা নির্বাচন নিয়ে তামাশা করে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দেয়।

মঙ্গলবার (২৭ জুন) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে। নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির যারা হোতা তারা তামাশা করেছে অতীতে। আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সঠিকভাবে করবে।’

এসময় তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে, আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।