নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে জাল নোট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই কারখানা থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ জুন) ভোরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তী এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (২৫ জুন) দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নামপরিচয় জানানো হয়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে আজ দুপুর একটায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
প্রতি ঈদের আগেই সক্রিয় হয়ে উঠে জাল টাকার ব্যবসায়ীরা। তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চক্রের সদস্যরা জাল নোট ছড়িয়ে দেন। এজন্য অনলাইন-অফলাইন দুটি প্ল্যাটফর্মই বেছে নেন চক্রের সদস্যরা।
রোববার (২৫ জুন) রাজধানীর রেডিসন ব্লু হোটেলের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে জাল টাকা বিক্রি চক্রের এক সদস্য গ্রেফতার হয় র্যাবের হাতে। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে নয়জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়।