Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৯

নিজস্ব প্রতিবেদক : 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৯৯ জন। চলতি মাসের ২৫ দিনেই এ নিয়ে আক্রান্ত ৫ হাজার ২১৬ জনে দাঁড়াল।

এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৫ জনে।

রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। এর মধ্যে ঢাকার ভেতর ২৬৭ জন এবং ঢাকার বাইরে ১৩২ জন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৯৮ জন। আর ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১১৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৬১৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬১৯ জন রয়েছে।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৫ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪ হাজার ৪৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহ খানেকের মধ্য বিজ্ঞপ্তি : গভর্নর

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৯

প্রকাশের সময় : ০৭:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৯৯ জন। চলতি মাসের ২৫ দিনেই এ নিয়ে আক্রান্ত ৫ হাজার ২১৬ জনে দাঁড়াল।

এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৫ জনে।

রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। এর মধ্যে ঢাকার ভেতর ২৬৭ জন এবং ঢাকার বাইরে ১৩২ জন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৯৮ জন। আর ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১১৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৬১৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬১৯ জন রয়েছে।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৫ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪ হাজার ৪৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ জন।