Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানির গান নিয়ে এলেন শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বয়স্ক মানুষের লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেওয়ার পর এবার ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম গান প্রকাশ করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে কোরবানির আবহ তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে ত্যাগের মহিমায় উজ্জ্বল হতে বলা হয়েছে।

এবার ‘কোরবানি-কোরবানি’ গান নিয়ে হাজির শাকিব

গানটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান। এরপর মাত্র এক ঘণ্টায় এতে ৭৮ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ১২ হাজারের বেশি মন্তব্য। আর ভিউ? সেটা প্রায় আড়াই লাখ! প্রতি মুহূর্তে সংখ্যাটি বাড়ছে তুমুল বেগে। বলা বাহুল্য, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা কোনও ছবির কোনও কনটেন্ট এতো দ্রুত ছড়ায়নি।

‘প্রিয়তমা’ সিনেমার এই গানটির শিরোনাম ‘কোরবানি কোরবানি’। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে। গানটি তৈরি করেছেন ও গেয়েছেন কলকাতার আকাশ সেন। যদিও সুর-মিউজিকে ব্যতিক্রম কিছু পাওয়া যায়নি। আকাশের অন্যসব গানের ঢঙ এটাতেও বিদ্যমান। তবে শাকিবের পারফরমেন্সেই যে দর্শক গানটি লুফে নিচ্ছে, তা সহজে বোঝা যায়। এর মাধ্যমে যেন চার দিন আগেই ঈদের আমেজ নিয়ে এলেন ঢালিউড নবাব।

মাসুদ রানা নকীব নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘ওয়াও! ঈদে বাজতেই থাকবে পাড়া-মহল্লায়’; মোস্তাফিজ মোর্তজা নামের একজন লিখেছেন, ‘অসাধারণ প্রিয় খান সাহেব। গেম অন।’ হোসাইন আহমেদ নামের একজনের মন্তব্য, ‘গানটা অসাধারণ হয়েছে, আপনার ড্যান্সও দেখার মতো ছিল। সব মিলিয়ে শুভকামনা রইলো হিরো।’

মুগ্ধতা ছড়াল ‘প্রিয়তমা’র গান

‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। গান প্রকাশের আগেই ছবিটি ঘিরে দর্শকের আগ্রহের বিষয়ে তিনি বলেছেন, ছবির কোনও কিছুই কিন্তু সেভাবে প্রকাশ করিনি আমরা। কেবল শাকিব ভাইয়ের তিনটা লুক প্রকাশ করেছিলাম। তাতেই দর্শকের এতো ভালোবাসা পেয়েছি যে, আমরা পুরো টিম গর্বিত। ‘প্রিয়তমা’কে শুধু কমার্শিয়াল সিনেমা কিংবা শুধু গল্পের সিনেমা বললে ভুল হবে। দুটোর সমন্বয় আছে। কারণ আমি বিশ্বাস করি সিনেমায় বিনোদন, বাণিজ্য, আর্ট সবই থাকবে।

এই সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন- কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, প্রাণ রায়, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

কোরবানির গান নিয়ে এলেন শাকিব খান

প্রকাশের সময় : ১১:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

বয়স্ক মানুষের লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেওয়ার পর এবার ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম গান প্রকাশ করলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে কোরবানির আবহ তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে ত্যাগের মহিমায় উজ্জ্বল হতে বলা হয়েছে।

এবার ‘কোরবানি-কোরবানি’ গান নিয়ে হাজির শাকিব

গানটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান। এরপর মাত্র এক ঘণ্টায় এতে ৭৮ হাজারের বেশি রিঅ্যাকশন এবং ১২ হাজারের বেশি মন্তব্য। আর ভিউ? সেটা প্রায় আড়াই লাখ! প্রতি মুহূর্তে সংখ্যাটি বাড়ছে তুমুল বেগে। বলা বাহুল্য, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা কোনও ছবির কোনও কনটেন্ট এতো দ্রুত ছড়ায়নি।

‘প্রিয়তমা’ সিনেমার এই গানটির শিরোনাম ‘কোরবানি কোরবানি’। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে। গানটি তৈরি করেছেন ও গেয়েছেন কলকাতার আকাশ সেন। যদিও সুর-মিউজিকে ব্যতিক্রম কিছু পাওয়া যায়নি। আকাশের অন্যসব গানের ঢঙ এটাতেও বিদ্যমান। তবে শাকিবের পারফরমেন্সেই যে দর্শক গানটি লুফে নিচ্ছে, তা সহজে বোঝা যায়। এর মাধ্যমে যেন চার দিন আগেই ঈদের আমেজ নিয়ে এলেন ঢালিউড নবাব।

মাসুদ রানা নকীব নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘ওয়াও! ঈদে বাজতেই থাকবে পাড়া-মহল্লায়’; মোস্তাফিজ মোর্তজা নামের একজন লিখেছেন, ‘অসাধারণ প্রিয় খান সাহেব। গেম অন।’ হোসাইন আহমেদ নামের একজনের মন্তব্য, ‘গানটা অসাধারণ হয়েছে, আপনার ড্যান্সও দেখার মতো ছিল। সব মিলিয়ে শুভকামনা রইলো হিরো।’

মুগ্ধতা ছড়াল ‘প্রিয়তমা’র গান

‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। গান প্রকাশের আগেই ছবিটি ঘিরে দর্শকের আগ্রহের বিষয়ে তিনি বলেছেন, ছবির কোনও কিছুই কিন্তু সেভাবে প্রকাশ করিনি আমরা। কেবল শাকিব ভাইয়ের তিনটা লুক প্রকাশ করেছিলাম। তাতেই দর্শকের এতো ভালোবাসা পেয়েছি যে, আমরা পুরো টিম গর্বিত। ‘প্রিয়তমা’কে শুধু কমার্শিয়াল সিনেমা কিংবা শুধু গল্পের সিনেমা বললে ভুল হবে। দুটোর সমন্বয় আছে। কারণ আমি বিশ্বাস করি সিনেমায় বিনোদন, বাণিজ্য, আর্ট সবই থাকবে।

এই সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন- কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, প্রাণ রায়, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকেই।