বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা পরীমণি। খববের শিরোনাম এবং পরীমণি যেন সমার্থক শব্দ হয়ে গেছে। পরীমণি এখন কোনো স্ট্যাটাস দিলেই তা গণমাধ্যমের সংবাদে রূপ নেয়।
সম্প্রতি পরীমণির ব্যক্তিজীবনে ঘটে যাওয়া ঘটনা ফেসবুকে প্রকাশ করলে তা মুহূর্তেই খবরের শিরোনাম হয়ে যায়। কিছুদিন আগে তার স্বামী অভিনেতা শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের কথা সংসাবের চার দেওয়াল ছাপিয়ে ভক্তদের কাছে চলে আসে।
কয়েক সপ্তাহ আগে নিজের সংসার নিয়ে যেসব কথা পরীমণি ও রাজ গণমাধ্যমের কাছে বলেছেন তাতে মনে হয়েছে এ তারকা দম্পতির বিচ্ছেদ সময়ের ব্যাপার মাত্র।
শুক্রবার (২৩ জুন) সকালের ফেসবুকে পরীমণি নিজের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে সাদা শাড়িতে জড়িয়েছেন নিজেকে। এ লাস্যময়ী বিভিন্ন ছবিতে ধরা দিয়েছেন বিভিন্নভাবে। সেইসঙ্গে দিয়েছেন এক বার্তা।
পরীমণির স্ট্যাটাসে মনে হয়েছে তাদের পারিবারিক সমস্যা মোটেই নিরসন হয়নি। সকাল সাড়ে এগারোটার দিকে পরীমণি স্ট্যাটাসে লেখেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে, যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।
পরীমণির এই স্ট্যাটাসে সঙ্গে তসলিমা নাসরিনের লেখা, ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের যথেষ্ট মিল আছে। কবিতাটির কয়েকটি লাইন এমন, ‘অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহরেই, অথচ দেখা হবে না। ’
পরীর এই স্ট্যাটাস নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। কেউ বলছে পরী এই স্ট্যাটাস দিয়েছেন রাজকে নিয়ে। আবার কেউ কেউ বলছেন, মনের খেয়ালেই পরী এ কাব্যময় স্ট্যাটাস দিয়েছেন। কেউ প্রশংসা করে জানিয়েছেন, ‘কথাগুলো পরীর মতো সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘একদম পরীর মতো লাগছে। সত্যিই তো তাই পরীকে কী চাইলেই কাছে পাওয়া যায়? যে উদ্দেশ্য নিয়েই পরী স্ট্যাটাস দিয়ে থাকেন না কেন, বেশ কয়েকদিন বিরপতির পর এই স্ট্যাটাসের মাধ্যমে পরী তুমুল আলোচনায় এসেছেন।
অবশ্য পরীমণি কার উদ্দেশে এমন বার্তা দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে সন্তানের বাবা রাজের উদ্দেশেই কথাগুলো লিখেছেন তিনি। কেননা এর আগে বারবার রাজের দিকে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি। সবশেষ অভিনেত্রী সুনেরাহর সঙ্গে রাজের প্রেমের অভিযোগ আনেন এ নায়িকা। আজ শুক্রবার প্রাক্তন প্রেমিকাদের বিষয়টি উল্লেখ করায় স্পষ্ট রাজকেই এ বার্তা দিয়েছেন অভিনেত্রী।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। এর মধ্যে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।