স্পোর্টস ডেস্ক :
রেফারিকে মৌখিকভাবে আক্রমণ করায় শাস্তিটা প্রাপ্যই ছিল হোসে মরিনহোর। অভিযোগের সত্যতা পাওয়ার পর রোমা কোচকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
ঘটনাটা ঘটেছিল ইউরোপের দ্বিতীয় জনপ্রিয় টুর্নামেন্ট ইউরোপা লিগের ফাইনালে। ৩১ মে সেভিয়ার কাছে হার মানে ইতালিয়ান ক্লাব। তার পরই রেফারিং নিয়ে সমালোচনায় মাতেন মরিনহো। ম্যাচের পর তাকে অপমানজনক ভাষায় আক্রমণও করেছেন।
প্রাপ্ত ফুটেজ থেকে দেখা যায়, বুদাপেস্টের স্টেডিয়াম গ্যারেজে ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলরের দিকে তেড়ে যান রোমা কোচ। তার পরই মৌখিকভাবে আপত্তিকর মন্তব্য করেছেন। অবশ্য মরিনহোর ওই কাণ্ডের পর বুদাপেস্টের বিমানবন্দরে রোমা ভক্তদের দ্বারা হয়রানির শিকার হতে হয়েছে টেইলর ও তার পরিবারকে। এই কারণে রোমাকে ৫৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তাছাড়া রোমাকে আগামী মৌসুমে ইউরোপা লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রির প্রতি নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
ফাইনালে নির্ধারিত সময়ের ম্যাচটা ১-১ ড্র হওয়ায় পেনাল্টি শুটআউটে পরাজয় মানতে হয় রোমার। আর চ্যাম্পিয়নস লিগে আগামী মৌসুমে জায়গা পেতে এটাই ছিল তাদের শেষ সুযোগ। স্বাভাবিকভাবেই মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি স্পেশাল ওয়ান খ্যাত পর্তুগিজ কোচ। মরিনহোর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে।