Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাঁটুর বয়সী তরুণীকে নওয়াজের চুমু!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অনেকদিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এরইমধ্যে খবর এসেছে তার স্ত্রী আলিয়ার মনে জায়গা নিয়েছেন অন্য পুরুষ। এবার নওয়াজের সঙ্গে নাম জড়ালো হাঁটুর বয়সী তরুণীর। একুশ বছর বয়সী এক তরুণীকে চুমু দিয়েছেন নওয়াজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে বলিউড অভিনেতাদের পর্দায় রোম্যান্স, ভালোবাসা নতুন কিছু নয়। সালমান, শাহরুখ, সাইফ আলী খানের মতো তারকারা তাদের মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গেও জুটি বেঁধে সিনেমায় কাজ করেছেন।

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি ৪৯ বছর বয়স ২১ বছরের তরুণীকে চুমু খেয়ে বিপাকে পড়েছেন। তাদের বয়সের ব্যবধান ২৮ বছর। তাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুমু খেয়েছেন তো সিনেমায় চরিত্রের প্রয়োজনে।

ঘটনাটি সিনেমাতে ঘটলেও প্রচণ্ড সমালোচনা, কটূক্তি ও কটাক্ষে জর্জরিত হচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।

আর সেই প্রচার ঝলকেই নওয়াজকে চুম্বন করতে দেখা যায় নায়িকা অভনীত কৌরকে। যার বয়স মাত্র ২১ বছর। চিত্রনাট্যের গল্প অনুযায়ী, এক স্ট্রাগলিং অভিনেতার (নওয়াজ) বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী (অভনীত কৌর) নিজেও ভোপাল থেকে মুম্বাইয়ে গিয়ে বসবাস করতে চান। নায়িকা হওয়ার শখ তারও। নওয়াজকে বিয়ে করে স্বপ্নের শহরে পাড়ি দিতে চান তিনি। আর তাই বিয়েতে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন ঘটনার ঘনঘটায় গল্প এগোতে থাকে।

জানা গেছে সিনেমার নাম, ‘টিকু ওয়েডস শেরু’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কারণ ট্রেলারে নিজের হাঁটুর বয়সী অভিনেত্রীর ঠোঁটে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে।

কিন্তু তাদের লিপ লকের ছবি ভাইরাল হতেই চারদিকে ধিক্কার শুরু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন, ‘ছি! কী জঘন্য এটা। ৪৯ বছরের নায়কের সঙ্গে ২১ বছরের অভনীত কেন জুটি বাঁধলেন’, ‘আর নওয়াজকে সমর্থন করতে পারছি না, অনেক হয়ে গিয়েছে ‘বহিরাগত’ ‘বহিরাগত’ খেলা’, ‘খুব নোংরা, যখন এই শুটিং হয়েছে, তখন তো অভনীত মাত্র ২০ বছরের ছিল।’

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সাঁই কবীর। আগামী ২৩শে জুন আমাজন প্রাইম ভিডিওতে সরাসরি মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

হাঁটুর বয়সী তরুণীকে নওয়াজের চুমু!

প্রকাশের সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

অনেকদিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এরইমধ্যে খবর এসেছে তার স্ত্রী আলিয়ার মনে জায়গা নিয়েছেন অন্য পুরুষ। এবার নওয়াজের সঙ্গে নাম জড়ালো হাঁটুর বয়সী তরুণীর। একুশ বছর বয়সী এক তরুণীকে চুমু দিয়েছেন নওয়াজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে বলিউড অভিনেতাদের পর্দায় রোম্যান্স, ভালোবাসা নতুন কিছু নয়। সালমান, শাহরুখ, সাইফ আলী খানের মতো তারকারা তাদের মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গেও জুটি বেঁধে সিনেমায় কাজ করেছেন।

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি ৪৯ বছর বয়স ২১ বছরের তরুণীকে চুমু খেয়ে বিপাকে পড়েছেন। তাদের বয়সের ব্যবধান ২৮ বছর। তাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুমু খেয়েছেন তো সিনেমায় চরিত্রের প্রয়োজনে।

ঘটনাটি সিনেমাতে ঘটলেও প্রচণ্ড সমালোচনা, কটূক্তি ও কটাক্ষে জর্জরিত হচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।

আর সেই প্রচার ঝলকেই নওয়াজকে চুম্বন করতে দেখা যায় নায়িকা অভনীত কৌরকে। যার বয়স মাত্র ২১ বছর। চিত্রনাট্যের গল্প অনুযায়ী, এক স্ট্রাগলিং অভিনেতার (নওয়াজ) বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী (অভনীত কৌর) নিজেও ভোপাল থেকে মুম্বাইয়ে গিয়ে বসবাস করতে চান। নায়িকা হওয়ার শখ তারও। নওয়াজকে বিয়ে করে স্বপ্নের শহরে পাড়ি দিতে চান তিনি। আর তাই বিয়েতে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন ঘটনার ঘনঘটায় গল্প এগোতে থাকে।

জানা গেছে সিনেমার নাম, ‘টিকু ওয়েডস শেরু’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কারণ ট্রেলারে নিজের হাঁটুর বয়সী অভিনেত্রীর ঠোঁটে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে।

কিন্তু তাদের লিপ লকের ছবি ভাইরাল হতেই চারদিকে ধিক্কার শুরু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন, ‘ছি! কী জঘন্য এটা। ৪৯ বছরের নায়কের সঙ্গে ২১ বছরের অভনীত কেন জুটি বাঁধলেন’, ‘আর নওয়াজকে সমর্থন করতে পারছি না, অনেক হয়ে গিয়েছে ‘বহিরাগত’ ‘বহিরাগত’ খেলা’, ‘খুব নোংরা, যখন এই শুটিং হয়েছে, তখন তো অভনীত মাত্র ২০ বছরের ছিল।’

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সাঁই কবীর। আগামী ২৩শে জুন আমাজন প্রাইম ভিডিওতে সরাসরি মুক্তি পাবে সিনেমাটি।