স্পোর্টস ডেস্ক :
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শুরুতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার আসন্ন আসরটিতে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন। এরপরই খবর আসে, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে ব্যস্ত থাকা উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসও দল পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগটিতে।
মঙ্গলবার (১৩ জুন) এই ফ্র্যাঞ্চাইজি লিগটির তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির আসর, যা ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ৬ আগস্ট।
করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর পর শুরু হবে কানাডাভিত্তিক এই ফ্রাঞ্চাইজি লিগ। সেখানে মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে থাকবেন সাকিব আল হাসান। তার সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।
আসন্ন মৌসুমে তাকে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে। লিটন ছাড়াও দলটিতে রয়েছে বিশ্বের কয়েকজন তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটাররা।
এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। তার মধ্যে দুইজন থাকবেন আইকন। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। বড় কিছু তারকার নাম ইতোমধ্যে ঘোষণা করে ফ্রাঞ্চাইজিটি। যেখানে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ক্যারিবিয় ব্যাটার ক্রিস গেইলসহ অনেকেই।
এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।