আন্তর্জাতিক ডেস্ক :
মাঝ আকাশে ককপিটে বান্ধবীকে ডেকে গল্পে মাতার অভিযোগ উঠেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে। অভিযুক্ত দুই পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংস্থাটি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে দিল্লি-লেহ ফ্লাইটে নিয়ম ভেঙে বিমানের ককপিটে ঢোকেন এক তরুণী। পাইলটদের অনুমতিতেই তিনি সেখানে প্রবেশ করেন। ওই ঘটনায় মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল ভারতীয় বিমান সংস্থাটি।
জানা গেছে, দিল্লি থেকে লেহগামী এআই-৪৪৫ বিমানে ঘটে নিয়মবহির্ভূত ঘটনা। পাইলটদের অনুমতিতেই মাঝ আকাশে ককপিটে ঢুকেছিলেন বিমানের এক তরুণী যাত্রী।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই বিষয়ে পাইলটদের বিরুদ্ধে অভিযোগ করেন বিমানের কেবিন ক্রু। ঘটনার কথা স্বীকার করে দুই পাইলটকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা।
ভাতের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত। নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এয়ার ইন্ডিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে।’
এর আগে বিমানযাত্রীর ককপিটে ঢুকে পড়ার ঘটনা ঘটে গত ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। আকাশে ওড়ার খানিক পরেই এয়ার ইন্ডিয়ার কর্মী তথা বান্ধবীকে ককপিটে ডেকে পাঠান পাইলট। পাইলটের বিরুদ্ধে তদন্ত চালানোর পর তাকে বরখাস্ত ও ৩০ লাখ রুপি জরিমানা করা হয়।