বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ছোট আচড়ায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি। ধ্বসে গেছে ভবনের দেয়াল।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর রাতে আলিফ ট্রান্সপোর্টে ওই বিস্ফোরণে ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন তারা।
স্থানীয়রা জানান, ভোর ৫টায় বিস্ফোরণের বিকট শব্দে তারা ঘর থেকে বের হয়ে আসেন। এসে তারা দেখতে পায় নিউ আলিফ ট্রান্সপোর্ট নামের একটি ঘরের দেয়াল বিধ্বস্ত, লোহার গেট ও ঘরের ভেতরের মালামাল বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আগুনও জ্বলতে দেখেন। এ সময় তারা ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় তারা জানান, সামনে বেনাপোল পৌর নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সহিংসতার জন্য হয়তোবা এ ধরনের শক্তিশালী বোমা তৈরি করে রাখা হচ্ছিল বলে তারা ধারণা করছেন বলে জানান।
বেনাপোল ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পায় ঘরের দেয়াল ফেটে পড়েছে, ও গেটের শাটার, মালামাল ব্ইারের রাস্তায় চলে এসেছে এ বিস্ফোরণের কারণে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘরের মধ্যে শক্তিশালী বিস্ফোরক ছিল। এ বিস্ফোরকটি ফেটে যাওয়ার ফলে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, লিটন নামে এক ব্যক্তি ঘরটি ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা করতেন। সেখানে আলিফ ট্রান্সপোর্টের অফিসের পাশাপাশি সোলার ব্যবসাও করতেন তিনি। লিটন হোসেন ওরফে সোলা লিটন সন্ত্রাসী প্রকৃতির। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।