Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের হাতে তুলে দিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি এ সংসদ সদস্য ভারত সফরে গেলে সেখানে বলিউড নায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় গ্রন্থটি তুলে দেন তিনি।

বুধবার (০৭ জুন) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শেখ হেলাল এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি শেখ তন্ময় ভারতে রয়েছেন। সেখানে বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, অক্ষয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন হাস্যোজ্জল তন্ময়। তাদের সঙ্গে রয়েছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’।

গ্রন্থটি হাতে নেওয়ার সময় শেখ তন্ময় ও অক্ষয় কুমারের মধ্যে কথোপকথন হয়। শেখ মুজিবের অবদান সম্পর্কে অক্ষয় ওয়াকিবহাল। কেননা ঢাকায় হোটেল পূর্বাণীতে চাকরি করার সময়ই তিনি এই মহান নেতা সম্পর্কে জেনেছেন।

অক্ষয় কুমার বলেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। তার পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।

এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, অক্ষয় কুমার বলিউডের জনপ্রিয় তারকা হলেও এর আগে তিনি চাকরি করতেন। তার চাকরিজীবনের শুরু হয়েছিল ঢাকাতে। আশির দশকে রাজধানী ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করতেন তিনি। এক সাক্সাৎকারে এ ব্যাপারে তিনি বলেছিলেন, আমি ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করেছি ছয় মাস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

প্রকাশের সময় : ১১:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের হাতে তুলে দিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি এ সংসদ সদস্য ভারত সফরে গেলে সেখানে বলিউড নায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় গ্রন্থটি তুলে দেন তিনি।

বুধবার (০৭ জুন) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শেখ হেলাল এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি শেখ তন্ময় ভারতে রয়েছেন। সেখানে বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, অক্ষয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন হাস্যোজ্জল তন্ময়। তাদের সঙ্গে রয়েছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’।

গ্রন্থটি হাতে নেওয়ার সময় শেখ তন্ময় ও অক্ষয় কুমারের মধ্যে কথোপকথন হয়। শেখ মুজিবের অবদান সম্পর্কে অক্ষয় ওয়াকিবহাল। কেননা ঢাকায় হোটেল পূর্বাণীতে চাকরি করার সময়ই তিনি এই মহান নেতা সম্পর্কে জেনেছেন।

অক্ষয় কুমার বলেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। তার পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।

এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, অক্ষয় কুমার বলিউডের জনপ্রিয় তারকা হলেও এর আগে তিনি চাকরি করতেন। তার চাকরিজীবনের শুরু হয়েছিল ঢাকাতে। আশির দশকে রাজধানী ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করতেন তিনি। এক সাক্সাৎকারে এ ব্যাপারে তিনি বলেছিলেন, আমি ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করেছি ছয় মাস।