করোনার কারণে প্রায় পাঁচ মাস পর ১৮ আগস্ট থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত্ব বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সপ্তাহে দু’দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১২ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শুক্রবার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
আরও পড়ুন : ফ্লাই দুবাই ফ্লাইট অনুমোদন পেল ঢাকা-দুবাই রুটে
ঢাকা থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে ফ্লাইট অবতরণ করবে।
কুয়ালালামপুর থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে ছেড়ে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মালয়েশিয়ার নির্ধারিত ক্যাটাগরির যাত্রীরাই দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের করোনা নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক 

























