নিজস্ব প্রতিবেদক :
বিদ্যুৎ দেয়ার নামে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (৫ জুন) ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, রেন্টাল পাওয়ার প্লান্ট প্রকল্প থেকে লুটপাট করেছে বর্তমান সরকারের লোকজন। গরীব মানুষের টাকা তারা বিদেশে পাচার করেছে। দুর্নীতি-লুটপাটের কারণে সরকার কয়লা কিনতে পারছে না। আর গরমে লোডশেডিংয়ের যন্ত্রনায় দেশের সাধারণ মানুষ কাতরাচ্ছে।
তিনি বলেন, জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন না হলেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে।
সম্মেললে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের মানুষ আজ ভোগান্তিতে। অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই সরকারের লোকজন নানা কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।
অ্যাডভোকেট সালমা ইসলাম জানান, দোহার-নবাবগঞ্জের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। তার প্রতি সাধারণ মানুষের যে আস্থা তার প্রতিদান তিনি দিতে চান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
সম্মেলনের শেষ দিকে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সালমা ইসলাম পুনর্র্নিবাচিত হন। সাধারণ সম্পাদক করা হয়েছে খান মোহাম্মদ ইসরাফিল খোকনকে।