Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ক্রমাগত গুঞ্জন চলছে। এবারের ছবিতে শাহরুখ খানকেও দেখা যাবে। যার কারণে ভক্তরা নজর রাখছেন সিনেমা সম্পর্কিত প্রতিটি তথ্যের দিকে। এরই মধ্যে ‘টাইগার থ্রি’র সেট থেকে একটি ভিডিও ফাঁস হয়েছে। যেখানে শাহরুখ খান ও সালমান খান দু’জনকেই দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। ভাইরাল হওয়া এই ভিডিওতে সালমান খান ও শাহরুখ খানকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমে সালমান খানকে টাইগার থ্রি’র সেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। শাহরুখকে তার পেছনে হাঁটতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি ‘টাইগার ৩’ সিনেমার শুটিং সেটের। কয়েক সপ্তাহ আগে মধ্য আইল্যান্ডে এই সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণ করা হয়। যেখানে বড় একটি বাইক চেজের দৃশ্যে ধরা দেবেন শাহরুখ-সালমান। ‘পাঠান’ সিনেমায় এই দুই সুপারস্টারকে যেখানে ট্রেনের ওপরে অ্যাকশন করতে দেখা গেছে। এবার ‘টাইগার ৩’তে দুজনকে দেখা যাবে সেতুর ওপরের দৃশ্যে। তবে এই সিকোয়েন্সে থাকবেন না ছবির প্রধান নারী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং খলনায়ক ইমরান হাশমি।

এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকেরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে। সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। দুই নায়ককে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

নির্মাতারা ছবিটির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। টাইগার থ্রি হবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম ধাপ এবং টাইগার সিরিজের তৃতীয় অংশ। সুপার-সফল সিরিজটি এক থা টাইগার (২০১২) দিয়ে শুরু হয়েছিল এবং তারপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২৩) ছিল।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

বন্যপ্রাণী রক্ষায় সবাইকে নিঃস্বার্থে কাজ করতে হবে : বন উপদেষ্টা

সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ক্রমাগত গুঞ্জন চলছে। এবারের ছবিতে শাহরুখ খানকেও দেখা যাবে। যার কারণে ভক্তরা নজর রাখছেন সিনেমা সম্পর্কিত প্রতিটি তথ্যের দিকে। এরই মধ্যে ‘টাইগার থ্রি’র সেট থেকে একটি ভিডিও ফাঁস হয়েছে। যেখানে শাহরুখ খান ও সালমান খান দু’জনকেই দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। ভাইরাল হওয়া এই ভিডিওতে সালমান খান ও শাহরুখ খানকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমে সালমান খানকে টাইগার থ্রি’র সেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। শাহরুখকে তার পেছনে হাঁটতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি ‘টাইগার ৩’ সিনেমার শুটিং সেটের। কয়েক সপ্তাহ আগে মধ্য আইল্যান্ডে এই সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণ করা হয়। যেখানে বড় একটি বাইক চেজের দৃশ্যে ধরা দেবেন শাহরুখ-সালমান। ‘পাঠান’ সিনেমায় এই দুই সুপারস্টারকে যেখানে ট্রেনের ওপরে অ্যাকশন করতে দেখা গেছে। এবার ‘টাইগার ৩’তে দুজনকে দেখা যাবে সেতুর ওপরের দৃশ্যে। তবে এই সিকোয়েন্সে থাকবেন না ছবির প্রধান নারী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং খলনায়ক ইমরান হাশমি।

View this post on Instagram

A post shared by Salmankhan (@neelikhan786)

এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকেরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে। সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। দুই নায়ককে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

নির্মাতারা ছবিটির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। টাইগার থ্রি হবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম ধাপ এবং টাইগার সিরিজের তৃতীয় অংশ। সুপার-সফল সিরিজটি এক থা টাইগার (২০১২) দিয়ে শুরু হয়েছিল এবং তারপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২৩) ছিল।