Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিয়েছেন ছোটন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে আর কাজ করতে চান না কোচ গোলাম রব্বানী ছোটন। গত শুক্রবার (২৬ মে) এমন কথা জানিয়েছিলেন নারী ফুটবলারদের এই গুরু। সোমবার (২৯ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চিঠিও দিয়েছেন ছোটন।

বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বরাবর পদত্যাগপত্র দিয়েছেন ছোটন। রোববার (২৮ মে) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাসায় ফিরে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র প্রেরণ করেন সাফজয়ী এই কোচ।

এ প্রসঙ্গে ছোটন বলেছেন, আর দেরি করার প্রয়োজনবোধ করিনি। বিএসপিএ’র অনুষ্ঠান শেষে রাতেই সংশ্লিষ্টদের কাছে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো।

কাজ না করার কারণ হিসেবে পদত্যাগপত্রে শারীরিক ও মানসিক ক্লান্তির পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করেছেন ছোটন। ২৮ মে থেকেই তিনি কাজ না করার কথাও জানান তিনি।

নারী দলের সঙ্গে কাজ করতে চান না, শুকরবার ছোটন এমন কথা জানানোর পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন তিনি নাকি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এখনও। তবে এবার আনুষ্ঠানিকভাবেই পদত্যাগের চিঠি দিলেন ছোটন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পদত্যাগপত্র জমা দিয়েছেন ছোটন

প্রকাশের সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে আর কাজ করতে চান না কোচ গোলাম রব্বানী ছোটন। গত শুক্রবার (২৬ মে) এমন কথা জানিয়েছিলেন নারী ফুটবলারদের এই গুরু। সোমবার (২৯ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চিঠিও দিয়েছেন ছোটন।

বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বরাবর পদত্যাগপত্র দিয়েছেন ছোটন। রোববার (২৮ মে) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা কোচ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাসায় ফিরে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র প্রেরণ করেন সাফজয়ী এই কোচ।

এ প্রসঙ্গে ছোটন বলেছেন, আর দেরি করার প্রয়োজনবোধ করিনি। বিএসপিএ’র অনুষ্ঠান শেষে রাতেই সংশ্লিষ্টদের কাছে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো।

কাজ না করার কারণ হিসেবে পদত্যাগপত্রে শারীরিক ও মানসিক ক্লান্তির পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার কথা উল্লেখ করেছেন ছোটন। ২৮ মে থেকেই তিনি কাজ না করার কথাও জানান তিনি।

নারী দলের সঙ্গে কাজ করতে চান না, শুকরবার ছোটন এমন কথা জানানোর পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন তিনি নাকি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এখনও। তবে এবার আনুষ্ঠানিকভাবেই পদত্যাগের চিঠি দিলেন ছোটন।