Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সেরা অভিনেতা হৃতিক, অভিনেত্রী আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)-এ এবার সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হৃতিক রোশান ও আলিয়া ভাট।

‘বিক্রম-বেদা’ ও ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এই দুই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আইফা পুরস্কার পান তারা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৭ মে) আইফার ২৩তম এই আয়োজন এবার অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, সালমান খান, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ।

অনুষ্ঠানে সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংসহ জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল।

যারা পেলেন আইফা অ্যাওয়ার্ড:

সেরা অভিনেতা: ঋত্বিক রোশন (বিক্রম বেদা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সিনেমা: দৃশ্যম-টু

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)

সেরা নবাগত অভিনেত্রী: খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (জুগজুগ জিয়ো)

সেরা সহ-অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনগণ নির্বাচনমুখী হলে ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেরা অভিনেতা হৃতিক, অভিনেত্রী আলিয়া

প্রকাশের সময় : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)-এ এবার সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন হৃতিক রোশান ও আলিয়া ভাট।

‘বিক্রম-বেদা’ ও ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এই দুই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আইফা পুরস্কার পান তারা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৭ মে) আইফার ২৩তম এই আয়োজন এবার অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

জাকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, সালমান খান, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ।

অনুষ্ঠানে সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংসহ জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল।

যারা পেলেন আইফা অ্যাওয়ার্ড:

সেরা অভিনেতা: ঋত্বিক রোশন (বিক্রম বেদা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সিনেমা: দৃশ্যম-টু

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)

সেরা নবাগত অভিনেত্রী: খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (জুগজুগ জিয়ো)

সেরা সহ-অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)