আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হলো রোববার (২৮ মে)। বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কটসহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে পূজাপাঠ শেষে ভবনের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রবিবার সকালে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদি। অনুষ্ঠানস্থলে হাজির ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রী পৌঁছনোর পরেই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় পুজা শুরু হয়। ১৫ মিনিট ধরে চলে পূজাপাঠ। এরপর বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গোল স্থাপন করেন মোদি। উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রার্থনা অনুষ্ঠানের পরই নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। যাদের হাত ধরে নতুন সংসদ ভবন গড়ে উঠেছে, উদ্বোধন শেষে তাদের অভ্যর্থনা জানান তিনি।
টাটা প্রজেক্টস লিমিটেড দ্বারা নির্মিত নতুন সংসদ ভবনে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি বিশাল সংবিধান হল, সাংসদদের জন্য একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম, খাবারের জায়গা এবং যথেষ্ট পার্কিং স্থান রয়েছে। ত্রিভুজাকার আকৃতির চার তলা বিল্ডিংটির বিল্ট-আপ এলাকা ৬৪,৫০০ বর্গ মিটার। এর তিনটি প্রধান ফটক রয়েছে – জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্মদ্বার – এবং ভিআইপি, এমপি এবং দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশদ্বার রয়েছে।
নতুন ভবনের জন্য ব্যবহৃত সামগ্রী সারাদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। সেগুন কাঠ আনা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে, আর লাল ও সাদা বেলেপাথর আনা হয়েছে রাজস্থানের সরমাথুরা থেকে। নতুন সংসদ ভবনে লোকসভার জন্য ৮৮৮ জন এবং রাজ্যসভার চেম্বারে ৩০০ জন আরামদায়কভাবে বসতে পারেন। উভয় কক্ষের যৌথ বৈঠকের জন্য, লোকসভা কক্ষে ১,২৮০ জন সাংসদকে স্থান দেওয়া যেতে পারে। সূত্র: এনডিটিভি ও নিউজ এইট্টিন।