চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নৌযানটিতে তেলের ড্রাম ছিল বলে জানা গেছে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগা নৌযানটি থেকে তিনজন অন্য একটি নৌকায় পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন, ওই নৌযানে পাঁচজন ছিলেন। তারা আরেকটি নৌকায় উঠেছেন।
কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. নাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সমুদ্রে নোঙরে থাকা অবস্থায় একটি বড় কার্গো বোটে আগুন লাগে। জাহাজটি সমুদ্রে থাকায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন টিম ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ১ ঘণ্টার বেশি সময় লেগে যায়। আগুন লাগার পর এটিতে থেমে থেমে বিস্ফোরণ হতে থাকে।
ফায়ার সার্ভিস জানায়, জাহাজটিতে পাঁচ জন নাবিক থাকলেও তারা নিরাপদে তীরে ফিরতে সক্ষম হয়েছেন। রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এ জাহাজের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।