Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্লেন অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : 

অবতরণের প্রস্তুতি নিচ্ছিল উড়োজাহাজটি। ওই সময়ই সেটির দরজা খুলে ফেলেন এক যাত্রী। শুক্রবার (২৬ মে) এমন ঘটনায় ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ানা এয়ারলাইন্সের ওজেড-২১২৪ ফ্লাইটটি অবতরণের সময় এক যাত্রী প্লেনের ‘ইমার্জেন্সি ডোর’ খুলে ফেলেন। ফ্লাইটটিতে ১৯৪ জন যাত্রী ছিলেন। আকাশে থাকতেই কেন ওই ব্যক্তি উড়োজাহাজের দরজা খুললেন, তা এখনও জানা যায়নি।

ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলেও এতে থাকা বেশি কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সম্মুখীন হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উড়োজাহাজটিতে বেশ কয়েকটি শিশু ছিল।

এরমধ্যে এক শিশুর বাবা বলেন, ভয়ে শিশুগুলো কান্না করছিল।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার জেজু দ্বীপ থেকে উড্ডয়ন করেছিল। প্লেন অবতরণের পর ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উড়োজাহাজটি জেজু আইল্যান্ড থেকে শুক্রবার সকালে দায়েগুর উদ্দেশে যাত্রা শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক যাত্রীর ভিডিওতে দেখা গেছে, প্লেনের ভেতরে ব্যাপক বাতাস বয়ে যাচ্ছে।

এশিয়ানা এয়ারলাইন্স জানিয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।  সূত্র : বিবিসি ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

প্লেন অবতরণের সময় ‘ইমার্জেন্সি ডোর’ খুলে দিলেন যাত্রী

প্রকাশের সময় : ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

অবতরণের প্রস্তুতি নিচ্ছিল উড়োজাহাজটি। ওই সময়ই সেটির দরজা খুলে ফেলেন এক যাত্রী। শুক্রবার (২৬ মে) এমন ঘটনায় ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ানা এয়ারলাইন্সের ওজেড-২১২৪ ফ্লাইটটি অবতরণের সময় এক যাত্রী প্লেনের ‘ইমার্জেন্সি ডোর’ খুলে ফেলেন। ফ্লাইটটিতে ১৯৪ জন যাত্রী ছিলেন। আকাশে থাকতেই কেন ওই ব্যক্তি উড়োজাহাজের দরজা খুললেন, তা এখনও জানা যায়নি।

ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলেও এতে থাকা বেশি কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সম্মুখীন হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উড়োজাহাজটিতে বেশ কয়েকটি শিশু ছিল।

এরমধ্যে এক শিশুর বাবা বলেন, ভয়ে শিশুগুলো কান্না করছিল।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, এশিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার জেজু দ্বীপ থেকে উড্ডয়ন করেছিল। প্লেন অবতরণের পর ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উড়োজাহাজটি জেজু আইল্যান্ড থেকে শুক্রবার সকালে দায়েগুর উদ্দেশে যাত্রা শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক যাত্রীর ভিডিওতে দেখা গেছে, প্লেনের ভেতরে ব্যাপক বাতাস বয়ে যাচ্ছে।

এশিয়ানা এয়ারলাইন্স জানিয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।  সূত্র : বিবিসি ।