Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইংল্যান্ডের চুক্তি ছেড়ে যুক্তরাষ্ট্রে খেলবেন জেসন রয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ২০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি ছাড়ছেন ইংলিশ ওপেনার জেসন রয়। দ্রুতই এ ব্যাপারে ঘোষণা আসবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

বিশ্বকাপজয়ী ওপেনার আগামী দুই বছরের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে দুই বছরের চুক্তি করতে চলেছেন। আর তা যদি সত্য হয় অর্থাৎ, চুক্তিতে স্বাক্ষর করলে ভারতে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ ইংল্যান্ড দলে তার জায়গা হারাতে পারে। এমনটায় জানায় ডেইলি মেইলের এক প্রতিবেদনে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর। প্রায় ৩ লাখ পাউন্ডে (প্রায় ৪ কোটি টাকা) মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস রাইডার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন রয়। এই চুক্তি করলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে থাকা অনিশ্চিত হয়ে পড়বে রয়ের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরেই সঙ্গে রয়ের কথা হয়েছে ইসিবির। এই ব্যাপারে দ্রুতই ঘোষণা আসবে। মেজর লিগ ক্রিকেটের সূচি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের সূচির সঙ্গে সাংঘর্ষিক। ফলে যুক্তরাষ্ট্রে খেলার অনাপত্তিপত্র পেতে গেলে ইসিবির সঙ্গে চুক্তি বাতিল করতে হবে বলে জানা গেছে।

ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন রয়। তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ছয় হাজার রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

এদিকে, চলতি আইপিএলে সাকিব আল হাসানের বদলি হিসেবে কলকাতার হয়ে খেলা ইংলিশ এই ক্রিকেটারের খেলার ব্যাপারে এখনো কিছু জানায়নি মেজর লিগ ক্রিকেটের দলটি। তবে ইতোমধ্যে লিগটিতে বিদেশি তারকা হিসেবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, এনরিখ নর্কিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুইন্টন ডি কক, দাসুন শানাকাদের নাম ঘোষণা করা হয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন : সালাহউদ্দিন আহমদ

ইংল্যান্ডের চুক্তি ছেড়ে যুক্তরাষ্ট্রে খেলবেন জেসন রয়

প্রকাশের সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি ছাড়ছেন ইংলিশ ওপেনার জেসন রয়। দ্রুতই এ ব্যাপারে ঘোষণা আসবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

বিশ্বকাপজয়ী ওপেনার আগামী দুই বছরের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সাথে দুই বছরের চুক্তি করতে চলেছেন। আর তা যদি সত্য হয় অর্থাৎ, চুক্তিতে স্বাক্ষর করলে ভারতে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ ইংল্যান্ড দলে তার জায়গা হারাতে পারে। এমনটায় জানায় ডেইলি মেইলের এক প্রতিবেদনে।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর। প্রায় ৩ লাখ পাউন্ডে (প্রায় ৪ কোটি টাকা) মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস রাইডার্সের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন রয়। এই চুক্তি করলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে থাকা অনিশ্চিত হয়ে পড়বে রয়ের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরেই সঙ্গে রয়ের কথা হয়েছে ইসিবির। এই ব্যাপারে দ্রুতই ঘোষণা আসবে। মেজর লিগ ক্রিকেটের সূচি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের সূচির সঙ্গে সাংঘর্ষিক। ফলে যুক্তরাষ্ট্রে খেলার অনাপত্তিপত্র পেতে গেলে ইসিবির সঙ্গে চুক্তি বাতিল করতে হবে বলে জানা গেছে।

ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন রয়। তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ছয় হাজার রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

এদিকে, চলতি আইপিএলে সাকিব আল হাসানের বদলি হিসেবে কলকাতার হয়ে খেলা ইংলিশ এই ক্রিকেটারের খেলার ব্যাপারে এখনো কিছু জানায়নি মেজর লিগ ক্রিকেটের দলটি। তবে ইতোমধ্যে লিগটিতে বিদেশি তারকা হিসেবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, এনরিখ নর্কিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুইন্টন ডি কক, দাসুন শানাকাদের নাম ঘোষণা করা হয়েছে।