Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন ‘আরআরআর’ এর খলনায়ক রে স্টিভেনশন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মারা গেছেন আইরিশ অভিনেতা রে স্টিভেনসন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এও অভিনয় করেছেন। এস এস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, রোববার (২১ মে) তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার (২২ মে) আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

তবে কীভাবে হয়েছে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন স্টিভেনসন। এইচবিওর ‘রোম’-এও ছিলেন তিনি।

স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। আট বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। থাকতে শুরু করেন লেমিংটন এলাকায়। ২৯ বছর বয়সে ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল থেকে স্নাতক হন রে।

১৯৯৮ সালে ‘দ্য থিওরি অব ফ্লাইট’র মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৪ সালে ‘কিং আর্থার’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। এটাই ছিল তার বিগ ব্রেক। ওই ছবিতে ড্যাগোনেটের চরিত্রে কাজ করেছিলেন রে।

২০০৮ সালে ‘মার্ভেলের পানিশার: ওয়ার জোন’-এ কাজ করেন তিনি। ওই সিনেমায় ফ্র্যাঙ্ক কাসেল ওরফে পানিশারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। পরে তার চরিত্রকে দেখা যায় নেটফ্লিক্সের ডেয়ারডেভিল সিরিজে। পানিশারের চরিত্রে আগেও অনেকে অভিনয় করেছেন। এক্ষেত্রে রে ছিলেন তৃতীয়।

২০১১ সালে ‘থর’ ছবিতে ভলস্ট্যাগের চরিত্রে দেখা যায় রে-কে। তবে এটি খুবই ছোট চরিত্র ছিল। ২০১৭ সালে থর ব্যাগন্যারকেও কাজ করেছেন রে স্টিভেনসন। এছাড়াও জি.আই জো: রিটেলিয়েশনে ফায়ারফ্লাইয়ের চরিত্রে কাজ করেছেন তিনি। ডাইভারজেন্ট এবং এই প্রজেক্টের আরও দুটি সিক্যুয়েলে কাজ করেছেন রে।

চলতি বছরে রে স্টিভেনসনের মোট তিনটি প্রজেক্ট রিলিজ হওয়ার কথা। যার মধ্যে রয়েছে ১২৪২: গেটঅ্যাওয়ে টু দ্য ওয়েস্ট ও ক্যাসিনো ইন ইসকিয়া নামের দুটি ছবি এবং অশোকা সিরিজ।

‘আরআরআর’ ছবির টুইটার হ্যান্ডেল থেকে স্টিভেনসনের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখা হয়, কী নিদারুণ শোকের খবর আমাদের গোটা ‘আরআরআর’ টিমের কাছে। রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। স্যার স্কট, আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।

পরিচালক রাজামৌলি টুইটারে লিখলেন, মর্মান্তিক! এই খবর বিশ্বাস করতে পারছি না। রে নিজের সঙ্গে করে সেটে অনেক শক্তি এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে আসতেন। যা ছিল সংক্রামক। ওর সঙ্গে কাজ করা ছিল নির্মল আনন্দ। আমার প্রার্থনা তার পরিবারের সঙ্গে। তার আত্মার শান্তি কামনা করি।

সিনেমাটির অন্যতম অভিনেতা জুনিয়ার এনটিআর মঙ্গলবার (২৩ মে) টুইটারে লিখেছেন, ‘রে স্টিভেনসনের মৃত্যুর খবর অবিশ্বাস্য। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তার সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। তার আত্মা শান্তিতে থাকুক। এই কঠিন সময়ে তার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’

শুধু ভারতে নয়, বিশ্ব মঞ্চেও সমাদৃত হয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআরের এই সিনেমা। গোল্ডেন গ্লোব, অস্কারের মতো একাঝধিক সম্মানজনক পুরস্কার এসেছে ভারতে। সিনেমাটি একটি কাল্পনিক গল্প যা ১৯২০ সালের পটভূমির উপর তৈরি। গল্প আবর্তিত হয়েছে ভারতের দুইজন স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামারাজু ও কমরাম ভীমকে কেন্দ্র করে। ছবিতে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগনও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মারা গেছেন ‘আরআরআর’ এর খলনায়ক রে স্টিভেনশন

প্রকাশের সময় : ০১:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

মারা গেছেন আইরিশ অভিনেতা রে স্টিভেনসন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো ছবিতে কাজ করেছেন তিনি। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এও অভিনয় করেছেন। এস এস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, রোববার (২১ মে) তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার (২২ মে) আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

তবে কীভাবে হয়েছে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন স্টিভেনসন। এইচবিওর ‘রোম’-এও ছিলেন তিনি।

স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। আট বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। থাকতে শুরু করেন লেমিংটন এলাকায়। ২৯ বছর বয়সে ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল থেকে স্নাতক হন রে।

১৯৯৮ সালে ‘দ্য থিওরি অব ফ্লাইট’র মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৪ সালে ‘কিং আর্থার’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। এটাই ছিল তার বিগ ব্রেক। ওই ছবিতে ড্যাগোনেটের চরিত্রে কাজ করেছিলেন রে।

২০০৮ সালে ‘মার্ভেলের পানিশার: ওয়ার জোন’-এ কাজ করেন তিনি। ওই সিনেমায় ফ্র্যাঙ্ক কাসেল ওরফে পানিশারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। পরে তার চরিত্রকে দেখা যায় নেটফ্লিক্সের ডেয়ারডেভিল সিরিজে। পানিশারের চরিত্রে আগেও অনেকে অভিনয় করেছেন। এক্ষেত্রে রে ছিলেন তৃতীয়।

২০১১ সালে ‘থর’ ছবিতে ভলস্ট্যাগের চরিত্রে দেখা যায় রে-কে। তবে এটি খুবই ছোট চরিত্র ছিল। ২০১৭ সালে থর ব্যাগন্যারকেও কাজ করেছেন রে স্টিভেনসন। এছাড়াও জি.আই জো: রিটেলিয়েশনে ফায়ারফ্লাইয়ের চরিত্রে কাজ করেছেন তিনি। ডাইভারজেন্ট এবং এই প্রজেক্টের আরও দুটি সিক্যুয়েলে কাজ করেছেন রে।

চলতি বছরে রে স্টিভেনসনের মোট তিনটি প্রজেক্ট রিলিজ হওয়ার কথা। যার মধ্যে রয়েছে ১২৪২: গেটঅ্যাওয়ে টু দ্য ওয়েস্ট ও ক্যাসিনো ইন ইসকিয়া নামের দুটি ছবি এবং অশোকা সিরিজ।

‘আরআরআর’ ছবির টুইটার হ্যান্ডেল থেকে স্টিভেনসনের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখা হয়, কী নিদারুণ শোকের খবর আমাদের গোটা ‘আরআরআর’ টিমের কাছে। রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। স্যার স্কট, আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।

পরিচালক রাজামৌলি টুইটারে লিখলেন, মর্মান্তিক! এই খবর বিশ্বাস করতে পারছি না। রে নিজের সঙ্গে করে সেটে অনেক শক্তি এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে আসতেন। যা ছিল সংক্রামক। ওর সঙ্গে কাজ করা ছিল নির্মল আনন্দ। আমার প্রার্থনা তার পরিবারের সঙ্গে। তার আত্মার শান্তি কামনা করি।

সিনেমাটির অন্যতম অভিনেতা জুনিয়ার এনটিআর মঙ্গলবার (২৩ মে) টুইটারে লিখেছেন, ‘রে স্টিভেনসনের মৃত্যুর খবর অবিশ্বাস্য। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তার সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। তার আত্মা শান্তিতে থাকুক। এই কঠিন সময়ে তার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’

শুধু ভারতে নয়, বিশ্ব মঞ্চেও সমাদৃত হয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআরের এই সিনেমা। গোল্ডেন গ্লোব, অস্কারের মতো একাঝধিক সম্মানজনক পুরস্কার এসেছে ভারতে। সিনেমাটি একটি কাল্পনিক গল্প যা ১৯২০ সালের পটভূমির উপর তৈরি। গল্প আবর্তিত হয়েছে ভারতের দুইজন স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামারাজু ও কমরাম ভীমকে কেন্দ্র করে। ছবিতে ছিলেন আলিয়া ভাট ও অজয় দেবগনও।