রংপুর জেলা প্রতিনিধি :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম আবারও বেড়ে গেছে বলে জেনেছি। আমি ঢাকায় গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে এ বিষয় নিয়ে কথা বলবো। দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। দুই-একদিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে।
শনিবার (২০ মে) সকালে রংপুরে দুদিনের সফরে এসে রংপুর নগরীর শালবন সেন্ট্রাল রোডে নিজবাসায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, শুধু পেঁয়াজ এবং চিনি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। সব বিষয়ে আলোচনা করা হচ্ছে। যাতে দাম স্বাভাবিক থাকে। এটা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, বারবার বলে আসছি দুই থেকে এক দিনের মধ্যে দাম না কমলে, পেঁয়াজ আমদানি করবে সরকার। এরপরও প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে। আমি ঢাকায় গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই বিষয় নিয়ে কথা বলব।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা করছে।
কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। সংশ্লিষ্ট দপ্তর দেখবে। কাঁচাবাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয় মনে করা হচ্ছে। কাঁচাবাজারের দাম ওঠানামা করে, কখনো শাকসবজির দাম বাড়ে আবার কমে। কাঁচা মরিচের দাম কমেছে অনেক।
বিএনপির লাগাতার বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারা রাজনীতির মাঠ গরম রাখার জন্য এসব করছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই। সামনে নির্বাচনের জন্য ঘরে বসে কর্মসূচি দিচ্ছে বিএনপি।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, রংপুর জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি ও রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাসের বিল্লাহ, মেট্রোপলিটন পুলিশের সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।