একেই বলে ‘ভূতের মুখে রাম নাম’। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের উপদেশও মানুষকে শুনতে হয়েছে! পড়তে হয়েছে! উপদেশ দিয়ে বিলবোর্ডও লাগিয়েছিলেন ওসি প্রদীপ।
সময় বড়ই অদ্ভুত! কখন যে কি হয়ে যায় কেউ জানে না। টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ কী ভেবেছিলেন কারাগার হবে তার ঠিকানা। নানা কসরত করেছেন। কিন্তু রেহাই মেলেনি। শেষ পর্যন্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যায় জড়িয়ে গেছেন।
আরও পড়ুন : সিফাতের সহপাঠীদের মানববন্ধনে এএসআইকে থাপ্পড় দিলেন ওসি
এখন প্রতিদিনই প্রকাশ হচ্ছে তার অপকর্মের ফিরিস্তি। সোশ্যাল মিডিয়াতেও বিস্তর চর্চা হচ্ছে তাকে নিয়ে। এই যেমন তার উপদেশ সম্বলিত বিলবোর্ডের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।
যেখানে লেখা রয়েছে, ‘প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেয়া আপনার নৈতিক দায়িত্ব। নজর রাখুন সে কার সাথে মেলামেশা করছে।’
নিজস্ব প্রতিবেদক 

























