Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির আবদুস সোবাহান খানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তবে তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকায় থাকতেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনাফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হিসেবে কর্মরত।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর শহরের পাকদি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়াও ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় মাদারীপুর থানায় একটি মামলা হয়। সেই মামলায় জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুস সোবহান খানের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার

প্রকাশের সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির আবদুস সোবাহান খানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তবে তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকায় থাকতেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনাফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হিসেবে কর্মরত।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর শহরের পাকদি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়াও ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় মাদারীপুর থানায় একটি মামলা হয়। সেই মামলায় জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুস সোবহান খানের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।