Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে বন্যা-ভূমিধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : 

তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনা অন্তত ৯ জন নিহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৩ হাজারেরও বেশি বাসিন্দাকে। দুর্যোগ মোকাবিলা বিভাগের তৎপরতায় ইতোমধ্যে উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে, তা না হলে আরও বাড়ত হতাহতের সংখ্যা।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলে হয়েছে, বন্যায় ফোরলি শহরে তিনজন মারা গেছেন। সিসেনেটে ভূমিধসে মারা গেছেন একজন। এছাড়া রোন্টা ডি সেসেনা গ্রামে এক দম্পতি মারা গেছেন। রাতেই মারা যান আরও দুজন।

ইতালির কেন্দ্রীয় সরকারের বেসামরিক সুরক্ষা বিষয়কমন্ত্রী নেল্লো মুসুমেকি বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ৩৬ ঘণ্টায় তার এমিলিয়া রোমাগনায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেখানে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণের অর্ধেকেরও বেশি। তুমুল বৃষ্টির ফলে নদী ও অন্যান্য জলাশরের পানি উপচে পড়ায় প্রদেশটির বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে।

আঞ্চলিক প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেন, বোলোগনা থেকে তিন হাজার, ফায়েনজা থেকে পাঁচ হাজার এবং রাভেনা থেকে পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের হিসাব মতে, আটজন নিহত এবং কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা।

এমিলিয়া রোমাগনা প্রাদেশিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ইরেনে প্রিয়োলো বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বৃষ্টি পুরোপুরি না থামলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে, কিন্তু নদী ও অন্যান্য জলাশয়ের পানি এখনও বাড়ছে। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

ইতালিতে বন্যা-ভূমিধসে নিহত ৯

প্রকাশের সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনা অন্তত ৯ জন নিহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৩ হাজারেরও বেশি বাসিন্দাকে। দুর্যোগ মোকাবিলা বিভাগের তৎপরতায় ইতোমধ্যে উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে, তা না হলে আরও বাড়ত হতাহতের সংখ্যা।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলে হয়েছে, বন্যায় ফোরলি শহরে তিনজন মারা গেছেন। সিসেনেটে ভূমিধসে মারা গেছেন একজন। এছাড়া রোন্টা ডি সেসেনা গ্রামে এক দম্পতি মারা গেছেন। রাতেই মারা যান আরও দুজন।

ইতালির কেন্দ্রীয় সরকারের বেসামরিক সুরক্ষা বিষয়কমন্ত্রী নেল্লো মুসুমেকি বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ৩৬ ঘণ্টায় তার এমিলিয়া রোমাগনায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেখানে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণের অর্ধেকেরও বেশি। তুমুল বৃষ্টির ফলে নদী ও অন্যান্য জলাশরের পানি উপচে পড়ায় প্রদেশটির বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে।

আঞ্চলিক প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেন, বোলোগনা থেকে তিন হাজার, ফায়েনজা থেকে পাঁচ হাজার এবং রাভেনা থেকে পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের হিসাব মতে, আটজন নিহত এবং কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা।

এমিলিয়া রোমাগনা প্রাদেশিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ইরেনে প্রিয়োলো বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বৃষ্টি পুরোপুরি না থামলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে, কিন্তু নদী ও অন্যান্য জলাশয়ের পানি এখনও বাড়ছে। সূত্র : রয়টার্স।