Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সাগরে চীনের নৌকা ডুবে নিখোঁজ ৩৯

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত সাগরে চীনের মাছ ধরার একটি নৌকা ডুবে ৩৯ জন ক্রু নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ক্রুদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন বলে এক খবরে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিসিটিভি বলছে, মঙ্গলবার (১৬ মে) ভোরের দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় চীনের ক্রু ছিলেন ১৭ জন। ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের পাঁচজন ক্রুও তাদের সঙ্গে ছিলেন।

নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য চীন দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, সাগরে মাছ ধরার নৌকার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা প্রয়োজন। একইসঙ্গে নৌযানের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।

মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে যে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে এ নৌকাডুবি ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

চীনের মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ সেন্টার দুর্ঘটনার বিষয়ে আশপাশের দেশগুলোকে অবহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ অন্যান্য দেশের থাকা তাদের মিশনগুলোকে তল্লাশি ও উদ্ধার অভিযান সমন্বয় করার নির্দেশ দিয়েছে।

বুধবার (১৭ মে) ফিলিপাইন কোস্ট গার্ড বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে। সূত্র : আল জাজিরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ভারত সাগরে চীনের নৌকা ডুবে নিখোঁজ ৩৯

প্রকাশের সময় : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত সাগরে চীনের মাছ ধরার একটি নৌকা ডুবে ৩৯ জন ক্রু নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ক্রুদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন বলে এক খবরে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিসিটিভি বলছে, মঙ্গলবার (১৬ মে) ভোরের দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় চীনের ক্রু ছিলেন ১৭ জন। ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের পাঁচজন ক্রুও তাদের সঙ্গে ছিলেন।

নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য চীন দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, সাগরে মাছ ধরার নৌকার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা প্রয়োজন। একইসঙ্গে নৌযানের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।

মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে যে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে এ নৌকাডুবি ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

চীনের মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ সেন্টার দুর্ঘটনার বিষয়ে আশপাশের দেশগুলোকে অবহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ অন্যান্য দেশের থাকা তাদের মিশনগুলোকে তল্লাশি ও উদ্ধার অভিযান সমন্বয় করার নির্দেশ দিয়েছে।

বুধবার (১৭ মে) ফিলিপাইন কোস্ট গার্ড বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে। সূত্র : আল জাজিরা।