Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হায়দরাবাদকে বিদায় করে সবার আগে প্লে-অফে গুজরাট

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ২১১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দলের হয়ে কেবল লড়লেন শুভমান গিল, পেলেন আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির দেখাও। সঙ্গে সাই সুদর্শনের দারুণ ইনিংসে ভালো সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। অপরদিকে বোলিংয়ে ভুবনেশ্বর কুমার চমক দেখালেও রান তাড়ায় নেমে ব্যাটিং ব্যর্থতায় হারে সানরাইজার্স হায়দরাবাদ। একাই লড়ে যাওয়া হেনরিক ক্লাসেন পঞ্চাশের দেখা পেলেও জেতাতে পারেননি দলকে। সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে গুজরাট। একইসঙ্গে সবার আগে তারা কোয়ালিফায়ারে ওঠে গেছে।

Shubman Gill takes a bow after scoring his maiden IPL century, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

সোমবার (১৫ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা গিলের সেঞ্চুরিতে ১৮৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় গুজরাট। এটি কেবল গিলেরই নয়, গুজরাটের কোনো খেলোয়াড়েরও আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি। এদিন রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ফেরান হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদের এই পেসার ৫ উইকেট নিয়েছেন। তবে তার এমন দাপটও গুজরাটের রানের চাকা বন্ধ করে দিতে পারেনি।

Mohit Sharma finished with a four-wicket haul, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

শুরুতেই উইকেট হারালেও ওয়ানডাউনে নামা সাই সুদর্শনের সঙ্গে বড় জুটি গড়েন গিল। দুজনের জুটিতেই গুজরাট ১৪৭ রানের শক্ত ভিত পেয়ে যায়। তখন মাত্র ১৫তম ওভার শুরু হয়। ফলে অনায়াসেই মনে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা দুইশ’র কোঠা সহজেই পার করবে। কিন্তু সুদর্শন ৩৬ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর ধসে পড়ে গুজরাটের মিডল অর্ডার লাইনআপ। এরপর অল্প রানের ব্যবধানেই প্যাভিলিয়নে ফিরতে থাকেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া।

Bhuvneshwar Kumar dismissed Wriddhiman Saha in the first over, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

তবে একপ্রান্ত আগলে রাখা গিল ১ ছক্কা ও ১৩ চারে ৫৮ বলে ১০১ রান করেন। তার ব্যাটেই মূলত বেশ লড়াকু পুঁজি পেয়ে যায় গুজরাট। গিল ও সুদর্শন ছাড়া দলটির কোন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে পান্ডিয়ার দল।

ভুবনেশ্বরের ৫ শিকারের কল্যাণেই মূলত ২০০’র আগে পান্ডিয়াদের বেধে ফেলে হায়দরাবাদ। এছাড়া দলটির হয়ে মার্কো জানসেন, ফজলহক ফারুকি ও টি নাতারাজন একটি করে উইকেট নেন।

Sai Sudharsan and Shubman punch gloves as Aiden Markram walks, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

রান তাড়ায় ব্যাট করতে নামা হায়দরাবাদ আরও ভঙ্গুর ব্যাটিং প্রদর্শনী উপহার দেয়। ৯ ওভারের মধ্যেই তারা ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে। যা তাদের সামনে পরাজয় একপ্রকার সহজ করে তোলে। টপ অর্ডারদের ব্যাটরদের সঙ্গে এদিনও ব্যর্থ হয়েছেন হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। তিনি করেন মাত্র ১০ বলে ১০ রান।

Heinrich Klaasen pulls it away, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

হায়দরাবাদের এমন বাজের দশার পেছনে মূলত গুজরাট পেসার মোহাম্মদ শামি ও মোহিত শর্মার অবদান রয়েছে। এই দুজনের তোপেই বালির বাধে পরিণত হয় তাদের ব্যাটিং লাইনআপ। দুজনেই পেয়েছেন ৪টি করে উইকেট। তবে এরপর সানরাইজার্সের হয়ে লড়াই করেছেন হেইনরিখ ক্লাসেন। এই প্রোটিয়া ব্যাটারের কারণে কিছুটা সম্মান নিয়ে হার দেখেছে দলটি। ৪৪ বলে ৬৪ করে হারের ব্যবধান কমিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ ব্যাটার।

Mohammed Shami struck three times in the powerplay, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

শেষ দিকে ভুবনেশ্বর কুমার ২৬ বলে ২৭ এবং মায়াঙ্ক মারকান্ডে ৯ বলে ১৮ না করলে সংগ্রহটা ভদ্রস্থ হতো না সানরাইজার্সের। ৯ উইকেটে ১৫৪ রানে থেমেছে তাদের ইনিংস। সানরাইজার্সের পুরো ২০ ওভার ব্যাটিংয়ের পেছনে বড় ভূমিকা ভুবনেশ্বর কুমার ও ক্লাসেনের ৬৮ রানের জুটির। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মাদ শামি ও মোহিত শর্মা।

এই জয়ে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাট। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সানরাইজার্স রয়েছে নয় নম্বরে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

হায়দরাবাদকে বিদায় করে সবার আগে প্লে-অফে গুজরাট

প্রকাশের সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দলের হয়ে কেবল লড়লেন শুভমান গিল, পেলেন আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির দেখাও। সঙ্গে সাই সুদর্শনের দারুণ ইনিংসে ভালো সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। অপরদিকে বোলিংয়ে ভুবনেশ্বর কুমার চমক দেখালেও রান তাড়ায় নেমে ব্যাটিং ব্যর্থতায় হারে সানরাইজার্স হায়দরাবাদ। একাই লড়ে যাওয়া হেনরিক ক্লাসেন পঞ্চাশের দেখা পেলেও জেতাতে পারেননি দলকে। সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে গুজরাট। একইসঙ্গে সবার আগে তারা কোয়ালিফায়ারে ওঠে গেছে।

Shubman Gill takes a bow after scoring his maiden IPL century, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

সোমবার (১৫ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা গিলের সেঞ্চুরিতে ১৮৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় গুজরাট। এটি কেবল গিলেরই নয়, গুজরাটের কোনো খেলোয়াড়েরও আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি। এদিন রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহাকে ফেরান হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদের এই পেসার ৫ উইকেট নিয়েছেন। তবে তার এমন দাপটও গুজরাটের রানের চাকা বন্ধ করে দিতে পারেনি।

Mohit Sharma finished with a four-wicket haul, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

শুরুতেই উইকেট হারালেও ওয়ানডাউনে নামা সাই সুদর্শনের সঙ্গে বড় জুটি গড়েন গিল। দুজনের জুটিতেই গুজরাট ১৪৭ রানের শক্ত ভিত পেয়ে যায়। তখন মাত্র ১৫তম ওভার শুরু হয়। ফলে অনায়াসেই মনে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা দুইশ’র কোঠা সহজেই পার করবে। কিন্তু সুদর্শন ৩৬ বলে ৪৭ রান করে আউট হওয়ার পর ধসে পড়ে গুজরাটের মিডল অর্ডার লাইনআপ। এরপর অল্প রানের ব্যবধানেই প্যাভিলিয়নে ফিরতে থাকেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া।

Bhuvneshwar Kumar dismissed Wriddhiman Saha in the first over, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

তবে একপ্রান্ত আগলে রাখা গিল ১ ছক্কা ও ১৩ চারে ৫৮ বলে ১০১ রান করেন। তার ব্যাটেই মূলত বেশ লড়াকু পুঁজি পেয়ে যায় গুজরাট। গিল ও সুদর্শন ছাড়া দলটির কোন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে পান্ডিয়ার দল।

ভুবনেশ্বরের ৫ শিকারের কল্যাণেই মূলত ২০০’র আগে পান্ডিয়াদের বেধে ফেলে হায়দরাবাদ। এছাড়া দলটির হয়ে মার্কো জানসেন, ফজলহক ফারুকি ও টি নাতারাজন একটি করে উইকেট নেন।

Sai Sudharsan and Shubman punch gloves as Aiden Markram walks, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

রান তাড়ায় ব্যাট করতে নামা হায়দরাবাদ আরও ভঙ্গুর ব্যাটিং প্রদর্শনী উপহার দেয়। ৯ ওভারের মধ্যেই তারা ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে। যা তাদের সামনে পরাজয় একপ্রকার সহজ করে তোলে। টপ অর্ডারদের ব্যাটরদের সঙ্গে এদিনও ব্যর্থ হয়েছেন হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। তিনি করেন মাত্র ১০ বলে ১০ রান।

Heinrich Klaasen pulls it away, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

হায়দরাবাদের এমন বাজের দশার পেছনে মূলত গুজরাট পেসার মোহাম্মদ শামি ও মোহিত শর্মার অবদান রয়েছে। এই দুজনের তোপেই বালির বাধে পরিণত হয় তাদের ব্যাটিং লাইনআপ। দুজনেই পেয়েছেন ৪টি করে উইকেট। তবে এরপর সানরাইজার্সের হয়ে লড়াই করেছেন হেইনরিখ ক্লাসেন। এই প্রোটিয়া ব্যাটারের কারণে কিছুটা সম্মান নিয়ে হার দেখেছে দলটি। ৪৪ বলে ৬৪ করে হারের ব্যবধান কমিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ ব্যাটার।

Mohammed Shami struck three times in the powerplay, Gujarat Titans vs Sunrisers Hyderabad, IPL 2023, Ahmedabad, May 15, 2023

শেষ দিকে ভুবনেশ্বর কুমার ২৬ বলে ২৭ এবং মায়াঙ্ক মারকান্ডে ৯ বলে ১৮ না করলে সংগ্রহটা ভদ্রস্থ হতো না সানরাইজার্সের। ৯ উইকেটে ১৫৪ রানে থেমেছে তাদের ইনিংস। সানরাইজার্সের পুরো ২০ ওভার ব্যাটিংয়ের পেছনে বড় ভূমিকা ভুবনেশ্বর কুমার ও ক্লাসেনের ৬৮ রানের জুটির। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মাদ শামি ও মোহিত শর্মা।

এই জয়ে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাট। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সানরাইজার্স রয়েছে নয় নম্বরে।