Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 

চট্টগ্রামে দুই ম্যাচ টানা পরাজয়ের পর রাজশাহী ফিরেই জয়ের দেখা পেয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সবাই ধরে নিয়েছিলো, আবহাওয়া পরিবর্তনে তাহলে ফলেরও পরিবর্তন শুরু হলো; কিন্তু না, শেষ দুই ম্যাচে টানা পরাজয়ের কারণে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে বাংলাদেশ সিরিজ হারলো ৪-১ ব্যবধানে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষটিতে রাজশাহীতে ৮০ রানে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। জবাবে ১৬৪ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

লক্ষ্যের পথে ছুটতে গিয়ে শুরুটা খুবই নড়বড়ে হয় বাংলাদেশের। ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস মিলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। দুজনে মিলে যোগ করেন ৮৩ রান।

কিন্তু ৫৮ বলে ৫৩ রান করে আহরার বিদায় নিলে ফের ধসের মুখে পড়ে যুবাদের ব্যাটিং লাইনআপ। একপ্রান্তে শিহাব হাল ধরলেও কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। দলীয় ১৬৪ রানে রান আউট হয়ে সপ্তম উইকেট হিসেবে বিদায় নেন শিহাব। তার ৫৬ রানের ইনিংসটি দলের সর্বোচ্চ। পাকিস্তানের মিনাস-আসফান্দ ৩টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হামজা নাওয়াজের ৭২ ও শাহজাব খানের ৬৭ রানের ওপর ভর করে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় পাকিস্তানের যুবারা। হামজা ৭৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কা এই রান করেন। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। অন্যদিকে শাহজাবের ইনিংসটি ছিল ধীরগতির। ৯৩ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে এই রান করেন শাহজাব। এছাড়া ওপেনার আজান আওয়াইজ ৪১ ও আরাফাত মিনহাজ ৪০ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। ২টি উইকেট নেন আকান্ত শেখ।

আগামী ১৭ মে একই ভেন্যুতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

পাকিস্তানের কাছে শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

প্রকাশের সময় : ১১:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চট্টগ্রামে দুই ম্যাচ টানা পরাজয়ের পর রাজশাহী ফিরেই জয়ের দেখা পেয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সবাই ধরে নিয়েছিলো, আবহাওয়া পরিবর্তনে তাহলে ফলেরও পরিবর্তন শুরু হলো; কিন্তু না, শেষ দুই ম্যাচে টানা পরাজয়ের কারণে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে বাংলাদেশ সিরিজ হারলো ৪-১ ব্যবধানে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষটিতে রাজশাহীতে ৮০ রানে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। জবাবে ১৬৪ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

লক্ষ্যের পথে ছুটতে গিয়ে শুরুটা খুবই নড়বড়ে হয় বাংলাদেশের। ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস মিলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। দুজনে মিলে যোগ করেন ৮৩ রান।

কিন্তু ৫৮ বলে ৫৩ রান করে আহরার বিদায় নিলে ফের ধসের মুখে পড়ে যুবাদের ব্যাটিং লাইনআপ। একপ্রান্তে শিহাব হাল ধরলেও কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। দলীয় ১৬৪ রানে রান আউট হয়ে সপ্তম উইকেট হিসেবে বিদায় নেন শিহাব। তার ৫৬ রানের ইনিংসটি দলের সর্বোচ্চ। পাকিস্তানের মিনাস-আসফান্দ ৩টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে হামজা নাওয়াজের ৭২ ও শাহজাব খানের ৬৭ রানের ওপর ভর করে ২৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় পাকিস্তানের যুবারা। হামজা ৭৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কা এই রান করেন। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। অন্যদিকে শাহজাবের ইনিংসটি ছিল ধীরগতির। ৯৩ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে এই রান করেন শাহজাব। এছাড়া ওপেনার আজান আওয়াইজ ৪১ ও আরাফাত মিনহাজ ৪০ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। ২টি উইকেট নেন আকান্ত শেখ।

আগামী ১৭ মে একই ভেন্যুতে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।