Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ স্যামি

স্পোর্টস ডেস্ক : 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নতুন প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। ক্যারিবিয়ানদের ড্রেসিংরুমের মাস্টারমাইন্ড হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ড্যারেন স্যামি।

শুক্রবার (১২ মে) তাকে দায়িত্ব দেয়ার কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে খেলার জন্য এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবীয়রা। দায়িত্ব পেয়ে তাই স্যামির সামনে প্রথম চ্যালেঞ্জ দলকে বিশ্বকাপের টিকিট এনে দেয়া। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগেই ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল।

গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরই দলটির কোচের দায়িত্ব ছেড়ে দেন ফিল সিমন্স। এতদিন দলটির অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে কোলি। এবার তাকে টেস্ট এবং ‘এ’ দলের দায়িত্বে রাখা হয়েছে।

বিশ্বকাপের বাছাইপর্বের আগে জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজ থেকেই দায়িত্ব নেবেন স্যামি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। অন্যদিকে আন্দ্রে কোলে তার কাজ শুরু করবেন জুলাই থেকে। তার প্রথম সিরিজ ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ।

নতুন দায়িত্বকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উইন্ডিজের সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ হবে। অবশ্য সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং বেশ উচ্ছ্বসিতও। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব রাখতে পারবো। খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি ঠিক সেই একই পন্থায় দলকে এগিয়ে নিতে চাই। ক্রিকেটের প্রতি সব সময়ই আমার আবেগ কাজ করে, সাফল্যের জন্য মরিয়া থাকি এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে আমৃত ভালোবাসা।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন স্যামি। ২০১২ ও ২০১৬ আসরে তার নেতৃত্বে দল জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্রাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। অন্যদিকে প্রাক্তন কিপার ব্যাটার আন্দ্রে কোলে এর আগে ক্যারিবিয়ান দলের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব সামলেছেন।

ক্যারিয়ারে ৩৮টি টেস্ট, ১২৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্যামি। সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ার শেষে পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে কাজ করেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির

ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ স্যামি

প্রকাশের সময় : ০৫:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নতুন প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। ক্যারিবিয়ানদের ড্রেসিংরুমের মাস্টারমাইন্ড হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ড্যারেন স্যামি।

শুক্রবার (১২ মে) তাকে দায়িত্ব দেয়ার কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে খেলার জন্য এখনও যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবীয়রা। দায়িত্ব পেয়ে তাই স্যামির সামনে প্রথম চ্যালেঞ্জ দলকে বিশ্বকাপের টিকিট এনে দেয়া। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগেই ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল।

গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরই দলটির কোচের দায়িত্ব ছেড়ে দেন ফিল সিমন্স। এতদিন দলটির অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে কোলি। এবার তাকে টেস্ট এবং ‘এ’ দলের দায়িত্বে রাখা হয়েছে।

বিশ্বকাপের বাছাইপর্বের আগে জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজ থেকেই দায়িত্ব নেবেন স্যামি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। অন্যদিকে আন্দ্রে কোলে তার কাজ শুরু করবেন জুলাই থেকে। তার প্রথম সিরিজ ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ।

নতুন দায়িত্বকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উইন্ডিজের সাবেক এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ হবে। অবশ্য সেই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং বেশ উচ্ছ্বসিতও। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব রাখতে পারবো। খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি ঠিক সেই একই পন্থায় দলকে এগিয়ে নিতে চাই। ক্রিকেটের প্রতি সব সময়ই আমার আবেগ কাজ করে, সাফল্যের জন্য মরিয়া থাকি এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে আমৃত ভালোবাসা।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন স্যামি। ২০১২ ও ২০১৬ আসরে তার নেতৃত্বে দল জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্রাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। অন্যদিকে প্রাক্তন কিপার ব্যাটার আন্দ্রে কোলে এর আগে ক্যারিবিয়ান দলের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব সামলেছেন।

ক্যারিয়ারে ৩৮টি টেস্ট, ১২৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্যামি। সমৃদ্ধ ক্রিকেট ক্যারিয়ার শেষে পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে কাজ করেন তিনি।