নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শহরকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৩ মে) রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নেয়া হয়েছে নগরকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি।
কী ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এমন প্রশ্নে আতিকুল বলেন, ঝড়ে গাছ পড়ে যেতে পারে। সে গাছ অপসারণের কাজ করতে আমরা কাজ করব। রাস্তায় যদি পড়ে তাহলে যানজট তৈরি হতে পারে। তাই দ্রুত গাছ সরিয়ে ফেলে রাস্তা পরিষ্কার করতে কাজ করব।
ঝড়ের পর জলাবদ্ধতা দেখা দেয় মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের ঘূর্ণিঝড়ের পর অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। সে হিসেবে ব্যবস্থা নিতে প্রস্তুতি নেয়া হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, পানি প্রবাহ ঠিক করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খাল থেকে গত এক বছরে ২ লক্ষ টন বর্জ্য আমরা অপসারণ করেছি। কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে আমরা ৩০ লক্ষ ঘনফুট মাটি সরিয়ে এর কার্যকারিতা ফিরিয়ে আনতে চেষ্টা করেছি।
ডিএনসিসি মেয়র বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর আবর্জনার এসটিএস ৫২টির কাজ করেছি, এ বছর আরও নয়টির কাজ আমাদের চলমান আছে। আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সবাই সব এলাকাতে এসটিএস চায় কিন্তু কেউ জায়গা দিতে চায় না। তাই আমরা চিন্তা করেছি জায়গা যেন নষ্ট না হয়, সে কারণে আমরা আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণ করবো।
মেয়র আতিক বলেন, ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হবে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির ব্যবস্থায় খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। কোনো সিটি করপোরেশন এর আগে এ ধরনের কাজ করতে পারেনি। উত্তর সিটি করপোরেশন ২০২৫ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবে।
আতিকুল ইসলাম বলেন, এখন শহরে কিন্তু পাখি নেই। খালগুলোতে নেই মাছ। পাখির জন্য পাখিবান্ধব গাছ ও মাছের জন্য খালগুলোকে পরিচ্ছন্ন করার কাজ করা হচ্ছে।
গাছের গুরুত্ব তুলে ধরে মেয়র আতিকুল বলেন, পাখি কিন্তু শহরে নেই। পাখি কীভাবে শহরে ফিরে আসবে সে হিসেবে আমরা গাছ লাগাব। গাছ লাগানো নিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি বিশাল মাস্টার প্ল্যান করেছি।
মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ২ বছরে ২ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এ গাছের মধ্যে পাখিবান্ধব গাছ নিয়েও আমরা কাজ করছি। যাতে শহরে পাখি ফিরে আসে।
পরিবেশ সুরক্ষায় গাছের কোনো বিকল্প নেই মন্তব্য করে আতিক বলেন, গাছ কোনোভাবেই কাটা যাবে না। গাছ কোথায় লাগাব, কি ধরনের গাছ লাগাব এ সম্পূর্ণ প্ল্যান আমরা করেছি। আমরা সে অনুযায়ী কাজ করব। এ বিষয়ে আমরা একটা বইও বানিয়েছি।
খালে মাছ নেই মন্তব্যে তিনি বলেন, খালে অ্যামোনিয়া যুক্ত যে পানি যায়, এজন্য খালে মাছ থাকতে পারে না। আমরা মাছ ছাড়তেও পারি না। অ্যামোনিয়াযুক্ত পানি যেন না যায় খালে তার জন্য আমরা আধুনিক পাবলিক টয়লেট নির্মাণে কাজ করছি। খালে মাছ ছাড়ার জন্যও পদক্ষেপ নিয়েছি।
খালগুলো দখল হয়ে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ঢাকা শহরে খাল দখল ও দূষণ বেড়েই চলেছে। আমরা ২ লাখ টন বর্জ্য অপসারণ করেছি। খাল উদ্ধারেও আমরা কাজ করছি।’
নদীর সীমানা সিএস দাগ দিয়ে করা হলে খালের সীমানাও সিএস দাগ দিয়েই করতে হবে মন্তব্য করে তিনি বলেন, খালের সীমানা নির্ধারণে আমাদের সেনাবাহিনী কাজ করছে। ৮২৪ টি পিলার আমরা বসিয়েছি। বাকিগুলোর কাজ চলছে। আমরা চাই খালগুলো পুনরুদ্ধার করে পরিষ্কার-পরিছন্ন করে সেখানে মাছ ছাড়তে।
খাল দখল, মাঠ দখল হয়ে যাচ্ছে মন্তব্য করে মেয়র বলেন, আমরা পরিবেশকে নষ্ট করছি, পরিবেশ আমাদের তা ফিরিয়ে দিচ্ছে। নানা বিপর্যয়ে আমরা এখন জর্জরিত।
সুস্থ ঢাকা নিয়ে বক্তব্য দিতে গিয়ে মেয়র বলেন, কল্যাণপুরকে আমরা কীভাবে সুস্থ ঢাকা করব তা নিয়েই আমাদের মূল প্ল্যান। গত বুধবার আপনারা দেখেছেন কত বাধা এসেছে খাল পুনরুদ্ধার করতে। আমরা সব বাধা পেরিয়ে কাজ করে যাব। কল্যাণপুর খালকে আমরা পরিবেশবান্ধব ইকো পার্ক বানাব।
পার্কগুলো করতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে জানিয়ে মেয়র বলেন, আমরা যতগুলো পার্কের কাজ করেছি কোনো কাজেই গাছ কেটে নয়। আমরা গাছ না কেটে পার্ক ও মাঠের আধুনিকায়নে কাজ করছি।
তিনি আরও বলেন, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা উন্মুক্ত স্থান ও পার্কগুলো ব্যবহার উপযোগী এবং দখলমুক্ত করতে কাজ করে যাচ্ছি। অনেকগুলো ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল, আমরা সেগুলো রিকভার করেছি। আমি নির্দেশনা দিয়েছি পার্কের উন্নয়ন কাজ করতে গিয়ে যেন একটিও গাছ না কাটা হয়। গাছগুলো রেখেই আরও নতুন নতুন গাছ লাগানোর মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা সে অনুযায়ীই কাজ করে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সকল বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মে ডিএনসিসি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন মো. আতিকুল ইসলাম। ওইদিন প্যানেল মেয়র জামাল মোস্তফা তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম। সেখানে নির্বাচিত হয়ে ডিএনসিসির মেয়র হন তিনি। পরে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। একই বছরের ১৩ মে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।